এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। সাধারণত জানুয়ারির শীতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকে না। তবে এবারের মৌসুমে দল বাড়ায় জানুয়ারিতেও থাকছে চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট লড়াই। আজ রাতেই ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, লিভারপুল, জুভেন্টাসের মতো বড় বড় দলগুলো।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। লিগ পর্বে এখনো অপরাজিত আর্নে স্লটের শিষ্যরা। ৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। আজ রাতে মোহাম্মদ সালাহদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিলি। আজ দিবাগত রাত ২টায় ঘরের মাঠে লিলিকে আতিথ্য দেবে এই ইংলিশ জায়ান্টরা।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, লেভারকুসেন, বোলোঙ্গা, লেইপজিগ ও জিরোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাই আজ ঘরের মাঠে লিলির বিপক্ষে চাপমুক্ত থেকেই খেলবে তারা। তাছাড়া দলে বড় কোনো ইনজুরি সমস্যা নেই। আজ লিলির বিপক্ষে জয় অথবা ড্র করলেই পরের রাউন্ডে জায়গা করে নিবে অলরেডসরা।
আরও পড়ুন:
» জার্সিতে পাকিস্তানের নাম রাখা নিয়ে নতুন বিতর্ক, কী বলছে আইসিসি
» চুক্তি শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!
একই সময় মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে তাদের ঘরের মাঠে মোকাবিলা করবেন লামিন-রাফিনহারা। চলতি মৌসুমে ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হেরে গেলেও পরবর্তীতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখসহ সবশেষ ৫ ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। আজ বেনফিকার বিপক্ষে জয় পেলে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সার।
এছাড়া আজ রাতে ১১টা ৪৫ মিনিটে স্টার্ম গ্রাজের মোকাবিলা করবে আটালান্টা এবং মোনাকোর মোকাবিলা করবে অ্যাস্টন ভিলা। এছাড়া রাত ২টায় অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লেভারকুসেন। এছাড়া জুভেন্টাস,ডর্টমুন্ড ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে।
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৫/বিটি