বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। ব্যাট হাতে দীর্ঘদিন ফর্মহীন থাকায় বাদ পড়তে হয় তাকে। তবে এই খারাপ সময়ের মাঝেই এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন তিনি। চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় দুয়োধ্বনি শুনতে হয় তাকে। গ্যালারিতে থাকা কিছু সমর্থক তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকেন।
এমন ঘটনার পর মাঠেই কিছুটা ভেঙে পড়তে দেখা যায় লিটনকে। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভালোভাবে নেয়নি অনেক সমর্থকেরা। তখন অনেকেই লিটনের পাশে দাঁড়ান। বিশেষ করে নিজ ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং আরেক ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সকেও পাশে পান লিটন। একইসঙ্গে এক খুদে ভক্তের সমর্থন পেয়ে তার আত্মবিশ্বাস আরো বহুগুণে বেড়ে যায়।
গতকাল (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে এক খুদে ভক্তের ভালোবাসায় সিক্ত হন লিটন। সেদিন গ্যালারিতে প্ল্যাকার্ড হাতে খেলা দেখছিলেন লিটনের এক খুদে ভক্ত। সেই খুদে ভক্তের প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, ‘যদি আপনার পাশে কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি আপনার পাশে থাকবো। লিটন কুমার দাস।’
আরও পড়ুন:
» বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য বিপিএলে আইরিশ ক্রিকেটার
» সাকিবকে পেছনে ফেলে সেরা পাঁচে লিটন
ম্যাচশেষে সেই খুদে ভক্তের ছবি ফেসবুকে শেয়ার করে এক লিটন লিখেন, ‘আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কি অর্জন করতে পেরেছি, তবে এই প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার ছাড়াও আমার একজন ভক্ত আছে জেনে অবিশ্বাস্য মনে হয়। আনায়রা (লিটনের মেয়ে), মনে হচ্ছে তুমি কোনো প্রতিযোগী পেয়ে গেছো!’
এবার সেই খুদে ভক্তের সঙ্গে সরাসরি দেখা করেছেন লিটন। চট্টগ্রামে লিটনের সঙ্গে দেখা করতে আসেন সেই খুদে ভক্ত। এই নিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে ঢাকা ক্যাপিটালস। যার ক্যাপশনে তারা লিখেছে, ‘আমাদের তারকা লিটন কুমার দাসের জন্য এক হৃদয়স্পর্শী মুহূর্ত। তিনি তার তার সবচেয়ে খুদে ভক্ত নুদার রহমান আরুয়ার সঙ্গে দেখা করলেন, যিনি গতকাল আমাদের সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিলেন। এমন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় কেন ক্রিকেট শুধু একটি খেলা নয়—এটি একটি বন্ধন, অনুপ্রেরণা এবং ভালোবাসার গল্প। এই যাত্রার অংশ হওয়ার জন্য ধন্যবাদ, ছোট্ট আরুয়া!’
এছাড়া লিটন ফেসবুকে আরুয়ার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই চমৎকার ভক্তের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা। তোমার একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
প্রসঙ্গগত, বিপিএলের ম্যাচে গতকাল (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন লিটনের খুদে ভক্ত নুদার রহমান আরুয়া। সেই ম্যাচে ৪৮ বলে ৭০ রানের এক ইনিংস উপহার দিয়েছিলেন লিটন।
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৫/বিটি