Connect with us
ফুটবল

ব্রাজিলিয়ান তরুণকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি

Manchester City sign Brazilian youngster Vitor Reis
ভিতো রেইস। ছবি- ম্যানসিটি

চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগে অর্ধেক ম্যাচেই জয়শূন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলে থাকা খেলোয়াড়দের নিয়ে কোনো কৌশলেই সেই কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছিলেন না পেপ গার্দিওলা। যে কারণে দলের শক্তিমত্তা বাড়াতে শীতকালীন দলবদলে নজর ছিল ক্লাবটির। এরই মাঝে দলের শক্তি বাড়াতে ব্রাজিলের এক তরুণ ফুটবলারকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা।

ব্রাজিলের তরুণ ডিফেন্ডার ভিতো রেইসকে দলে ভিড়িয়েছে ম্যানসিটি। পালমেইরাসের ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে সাড়ে ৪ বছরের চুক্তিতে দলে নিয়েছে ক্লাবটি। মঙ্গলবার (২১ জানুয়ারি) ক্লাবের পক্ষ থেকে এক ঘোষণায় দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পালমেইরাসের হয়ে মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ক্লাবগুলোর নজর কাড়েন রেইস। বল দখলের লড়াই থেকে দুর্দান্ত পাসিং আর নেতৃত্বগুণেও বেশ পারদর্শী এই তরুণ ডিফেন্ডার। তার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি সেরে রেখেছিলেন ক্লাবটি। চলতি বছরের ক্লাব বিশ্বকাপে তাকে দলে পাওয়ার আশা রেখেছিল তারা। তবে তার আগেই সিটিতে যোগ দেবেন রেইস।

আরও পড়ুন:

» মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, রাতে নামছে বার্সেলোনা ও লিভারপুল

» চট্টগ্রামের সেই খুদে ভক্তের সঙ্গে দেখা করলেন লিটন

সিটির সঙ্গে হেইসের চুক্তির আর্থিক লেনদেন নিয়ে কিছু জানানো হয়নি। তবে এর আগে এক প্রতিবেদনে বিবিসি স্পোর্টস জানায়, রেইসকে পেতে ৪ কোটি ইউরো গুনতে হচ্ছে সিটিজেনদের। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা।

ব্রাজিলের সাও পাওলোতে ২০০৬ সালের ১২ জানুয়ারি জন্ম ভিতো রেইসের। রবিনহোর আর-১০ একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয় তার। ২০১৬ সালে পালমেইরাসের একাডেমিতে যোগ দেন রেইস। গতবছর সুযোগ পান ক্লাবের মূল দলে। এছাড়া ব্রাজিলের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছেন এই তরুণ ডিফেন্ডার।

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল