চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দুর্বার রাজশাহীর জন্য। তবে দল আশানুরূপ পারফর্ম করতে না পারলেও নিজের সেরা ছন্দেই রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ। এখন পর্যন্ত চলতি আসরে প্রথম বোলার হিসেবে স্পর্শ করেছেন ২০ উইকেট।
বিপিএলের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে একাধিক মৌসুমে ২০ বা তার বেশি উইকেট শিকার করেছেন তাসকিন। এর আগে এই রেকর্ড ছিল কেবল সাকিব আল হাসান ও রুবেল হোসেনের নামে। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন তাসকিন। তবে তিনি আছেন নতুন আরেক বিশেষ রেকর্ড গড়ার পথে।
এর আগে ২০১৯ সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ২২ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। আর এবার মাত্র ৯ ম্যাচ খেলেই ২০ উইকেট স্পর্শ করলেন তিনি। এদিকে তার সামনে সুযোগ রয়েছে বিপিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার। যেই রেকর্ড নিজের নামে করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আরও পড়ুন:
» নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২২ জানুয়ারি ২৫)
» ব্রাজিলিয়ান তরুণকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি
২০১৯ সালেই ঢাকা ডাইনামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ২৩ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর এতদিন কেউ ভাঙতে পারেননি তার সর্বোচ্চ উইকেটের সেই রেকর্ড। এর আগের সিজনেই ১৩ ম্যাচ খেলে ২২ উইকেট শিকার করেছিলেন তিনি নিজেই। দ্বিতীয় সর্বোচ্চ এই ২২ উইকেট সাকিব-তাসকিন ছাড়াও শিকার করেছেন আরও চার জন।
এদিকে চলতি মৌসুমে সেই সকল রেকর্ড ভেঙে দেয়ার সুযোগ থাকছে তাসকিনের সামনে। দুর্বার রাজশাহীর হয়ে গ্রুপ পর্বে তার কাছে রয়েছে আরও তিন ম্যাচ। এই তিন ম্যাচে আর ৪ উইকেট তুলতে পারলেই বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন তাসকিন। এতে তিনি ভাঙবেন সাকিব আল হাসানের গড়া পাঁচ বছর আগের সেই রেকর্ড।
উল্লেখ্য, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এবার বিপিএলে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তাই নিজের সেই রেকর্ড বাঁচিয়ে রাখার কোন সুযোগ থাকছে না এই বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। যেখানে ছন্দে থাকা তাসকিন আহমেদ চাইবেন প্রিয় ক্রিকেটারের রেকর্ড ভেঙে নিজের নামে করার। দিন শেষে যা দেশের ক্রিকেটের জন্যেই ভালো খবর।
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/এফএএস