Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়ে বিশ্বকাপ টিকিটের আরও কাছে বাংলাদেশের মেয়েরা

Bangladesh women cricket team make history by beating West Indies in ODI for the first time
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ নারী দল। ছবি- ক্রিকইনফো

প্রথম ইনিংসে যখন ১৮৪ রান সংগ্রহ করল বাংলাদেশের নারী দল, তখন লাল সবুজের ভক্ত সমর্থকদের মনে জেগেছিধ শঙ্কা। কেননা এই ম্যাচ হেরে গেলেই আসন্ন নারীদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। তবে তেমন কোন কিছু ঘটতে দেয়নি নিগার সুলতানারা। নিজেদের ইতিহাস গড়া জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলার মেয়েরা।

প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের নারী দল। তাও আবার ক্যারিবিয়ান ভূমিতে এমন জয় উল্লাস করল নিগার সুলতানা জ্যোতিরা। দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ ৬০ রানের বিজয় ছিনিয়ে নিয়েছে তারা। ফলে বাংলাদেশ বিশ্বকাপে টিকিট সরাসরি ভাবে কিনা তা নিশ্চিত হবে সিরিজের শেষ ম্যাচে।

আসন্ন ভারত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ৬ দল। স্বাগতিক ভারতসহ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল পাবে এই সরাসরি টিকিট। চলমান চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ বর্তমানে রয়েছে সপ্তম অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে দুই ম্যাচে জয় তুলে নিতেই পারলেই শীর্ষ ছয়ে উঠে আসবে বাংলাদেশ। আর এতেই সরাসরি বিশ্বকাপ খেলার টিকেট পাবে তারা।

আরও পড়ুন:

» সাকিবের রেকর্ড ভেঙে বিপিএলে সেরা হওয়ার পথে তাসকিন

» ব্রাজিলিয়ান তরুণকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি

এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতেই হেরে বসে ছিল নিগার সুলতানারা। তবে আজ দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।এখন কেবল এক জয়ের দুরত্বে দাঁড়িয়ে আছে টাইগ্রেসরা।

আজ বাংলাদেশের দেয়া মাঝারি মানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ইনিংস। এদিন রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে উইন্ডিজরা। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।

তিনি খেলেন ৬৮ রানের দারুণ একটি ইনিংস। এছাড়া তেমন কেউ খুব একটা বলার মত বড় ইনিংস খেলতে পারেননি। নিগার সুলতানার ফিফটিতে ভর করে লড়াই করার খুঁজে পায় টাইগ্রেসরা। যদিও উইকেট বিবেচনায় সেটি বেশ ছোট সংগ্রহ মনে হচ্ছিল।

তবে বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা ক্যারিবিয়ান নারীরা সুবিধা করতে পারেনি এতে। লাল সবুজের জার্সিতে এদিন প্রতিপক্ষের সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। আর জোড়া উইকেট পেয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

চলমান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ২৫ জানুয়ারি (শনিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানেই ফয়সালা হবে, আসন্ন ভারত বিশ্বকাপের সরাসরি খেলার টিকেট পাবে কিনা নিগার সুলতানারা; নাকি পেরিয়ে আসতে হবে বাছাই পর্বের বাধা।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট