Connect with us
ক্রিকেট

বিপিএলে ঢাকার চমক, চিটাগংকে হারিয়ে টেবিলের চারে

Dhaka Capitals won their third match
ঢাকা ক্যাপিটালসের তৃতীয় জয়। ছবি- সংগৃহীত

দুই ম্যাচে আগেও বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে ছিল ঢাকা ক্যাপিটালস। তবে পরপর টানা দুই জয়ে তালিকায় বড় লাফ দিয়েছে তারা। আজ তানজিদ হাসান তামিমের দৃঢ়তায় চিটাগং কিংসে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করল ক্যাপিটালস। আর এই হারে পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে চিটাগং।

আজ বুধবার নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে ঢাকার মুখোমুখি হয়েছিল চিটাগং কিংস। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে তারা। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ঢাকা ক্যাপিটাল। যেখানে জয়ের দিন ৫৪ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তানজির তামিম।

ঢাকার হয়ে টার্গেট চেজ করতে নেমে ধীর ব্যাটিং শুরু করেন লিটন কুমার দাস। সবশেষ চার ম্যাচে এই টাইগার ক্রিকেটারের ব্যাট থেকে এসেছিল দুই ফিফটি ও এক সেঞ্চুরি। তবে আজ খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। খেলেছেন ২৮ বলে ২৫ রানের এক ইনিংস আসে লিটনের ব্যাট থেকে। 


আরও পড়ুন:

» ইতিহাস গড়ে বিশ্বকাপ টিকিটের আরও কাছে বাংলাদেশের মেয়েরা

» সাকিবের রেকর্ড ভেঙে বিপিএলে সেরা হওয়ার পথে তাসকিন


ঢাকা ক্যাপিটালসের দারুন অগ্রগতিতে পেছনে পরেছেন খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। এই তিন দলের পয়েন্ট সমান ছয়। সকলেই জিতেছে ৩টি করে ম্যাচ। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে তারা। সাত দলের এই টুর্নামেন্টে শীর্ষ চার দল জায়গা নিশ্চিত করবে প্লে অফের।

এই জয়ে টুর্নামেন্টের প্লে অফে ওঠার সম্ভাবনা এখনও টিকে থাকল ঢাকার। এর আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানের ছোট ব্যবধানে হারিয়েছিল তারা। সেই ম্যাচে দলের হাল ধরেছিলেন লিটন দাস। এবার দলকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখছে অবদান রাখেন তানজিদ তামিম। ৯০ রানের ইনিংসে তিনি হাকান ৩ চার ও ৭ ছক্কার মার।

তবে খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে ঢাকা তেমনটা নয়। এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ ম্যাচ খেলে ফেলেছে তারা। ঢাকার সমান পয়েন্ট পাওয়া খুলনা টাইগার্স খেলেছে মাত্র ৭ ম্যাচ। তাই প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই ঢাকা ক্যাপিটালসের সামনে। জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে খুলনা এবং অন্যান্য দলের ফলাফলের দিকে।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট