চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে দলগতভাবে ঢাকা খুব বেশি সাফল্য না পেলেও ব্যক্তিগত সাফল্যের দেখা পেয়েছেন এই দুই ওপেনার। আর যেসব ম্যাচে ঢাকা জয় পেয়েছে সেগুলোতেও অনেক বড় ভূমিকা রয়েছে এই দুইয়ের। আর তাদের জুটিতে অতীত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড দেখতে যাচ্ছে বিপিএল।
বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৪১ রানের জুটি হয়েছে এবারের আসরে। আর এই জুটির মালিক তানজিদ হাসান তামিম ও লিটন দাস। রেকর্ডগড়া এই জুটির পাশাপাশি দুটি ফিফটি ছাড়ানো জুটিও রয়েছে তাদের, যার সবগুলোই এসেছে ওপেনিংয়ে। সবমিলিয়ে এবারের বিপিএলের তানজিদ ও লিটনের জুটি থেকে ৯ ইনিংসে ৪৭৭ এসেছে। যা এবারের আসরে সর্বোচ্চ।
এর মধ্যে এক ইনিংসে লিটন-তানজিদ জুটি বেধেছিল তৃতীয় উইকেটে। সেটা বাদ দিলে ওপেনিংয়ে ৮ ইনিংসে ৪৬৯ রানের জুটি গড়েছেন এই দুই ওপেনার। তাদের এই ওপেনিং জুটি এবারের আসরের পাশাপাশি বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে।
আরও পড়ুন:
» বিপিএলে ঢাকার চমক, চিটাগংকে হারিয়ে টেবিলের চারে
» ইতিহাস গড়ে বিশ্বকাপ টিকিটের আরও কাছে বাংলাদেশের মেয়েরা
বিপিএলের ইতিহাসে ওপেনিংয়ে সর্বোচ্চ রান এসেছে লিটন ও আফিফ হোসেনের ব্যাট থেকে। দুই আসর ওপেনিংয়ে জুটি বেঁধে ৫৬১ রান করেছেন তারা। এর মধ্যে ২০১৯ আসরে রাজশাহী রয়্যালসের হয়ে এবং ২০২০ আসরে সিলেট সিক্সার্সের হয়ে ওপেনিংয়ে জুটি বাধেন তারা।
এই তালিকায় দুই নম্বরে আছে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের জুটি। তারাও দুই আসরে একসঙ্গে ওপেনিংয়ে খেলেছেন। ২০১৯ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ২০২০ আসরে ঢাকা প্লাটুনের হয়ে খেলেন তারা। এই দুই আসর মিলিয়ে ওপেনিং জুটিতে ৪৮৬ রান করেছেন তারা।
তবে লিটন ও তানজিদ কেবল এক আসরেই এই দুই জুটিকে ছাড়িয়ে যাওয়ার পথে। তামিম-এনামুল জুটি ছাড়িয়ে যেতে লিটন-তানজিদদের দরকার ১৮ রান এবং লিটন-আফিফদের জুটি ছাড়িয়ে যেতে তাদের দরকার ৯৩ রান।
গ্রুপ পর্বে ঢাকা ক্যাপিটালসের আর ২টি ম্যাচ বাকি রয়েছে। তবে যে ছন্দে লিটন ও তানজিদ খেলছেন, এই দুই ম্যাচে তারা ভালো করতে পারলে খুব সহজেই এই রেকর্ড ভেঙে ফেলতে পারবেন।
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/বিটি