Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়ল নাইজেরিয়া

Nigeria makes history in the World Cup
ইতিহাস গড়ে বিশ্বকাপের সুপার সিক্সে নাইজেরিয়া। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই বড় চমক দেখাল নাইজেরিয়া। আইসিসির এই মেগা টুর্নামেন্টে ইতিহাস গড়ে সুপার সিক্সের টিকিট কেটেছে দলটি। নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সুপার সিক্সে উঠেছে তারা।

দুদিন আগেই নিউজিল্যান্ডের মেয়েদের হারিয়ে চমক দেখায় নাইজেরিয়া। যেকোনো সংস্করণের ক্রিকেটে টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটাই ছিল নাইজেরিয়ার প্রথম জয়। এবার সেই কিউই মেয়েদের পেছনে ফেলেই সুপার সিক্স নিশ্চিত করেছে আফ্রিকার এই দেশটি।

চলমান এই বিশ্বকাপে গ্রুপ ‘সি’থেকে অংশ নিয়েছে নাইজেরিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও সামোয়া।

বিশ্বকাপে নাইজেরিয়া প্রথম ম্যাচটি ছিল সামোয়ার বিপক্ষে। তবে বৃষ্টির কারণে সেটি পরিত্যক্ত হয়ে যায়। পরের ম্যাচে নিউজিল্যান্ডের মেয়েদের মুখোমুখি হয় তারা। মাঠের লড়াইয়ে এটাই ছিল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ। আর সেখানেই চমক দেখিয়েছে তারা। কিউই তরুণীদের ২ রানে হারায় দলটি।

আরও পড়ুন:

» ছক্কায় শুধু ক্রিস গেইলকে ছোঁয়া বাকি তানজিদের

» ইতিহাস গড়ে বিশ্বকাপ টিকিটের আরও কাছে বাংলাদেশের মেয়েরা

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সামোয়া হেরে যাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্স নিশ্চিত হয় নাইজেরিয়ার। অবশ্য শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ৪১ রানে হেরে যায় তারা।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আর নাইজেরিয়া ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সুপার সিক্সে উঠেছে। নাইজেরিয়ার একধাপ নিচে থেকে সুপার সিক্স নিশ্চিত করা নিউজিল্যান্ড ৩ ম্যাচে ১ জয়ের বিপরীতে দুটিতে হেরেছে।

নাইজেরিয়ার ক্রিকেটে খুব বেশি সফলতা নেউ। তবে অনেক আগে থেকেই ক্রিকেট খেলে আসছে তারা। ১৯৫৭ সাল থেকেই নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন আছে। এরপর ২০০২ সালে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে তারা। এবার নারীদের হাত ধরে আইসিসি ইভেন্টে বড় সফলতাও পেয়েছে আফ্রিকার এই দেশটি।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট