Connect with us
ফটো স্টোরি

ক্রিকেটার রিংকু ও সাংসদ প্রিয়া, চার হাত এক হতে চলেছে?

Rinku Singh and priya
রিংকু-প্রিয়া সম্পর্ক নিয়ে চলছে জল্পনা। ছবি- সংগৃহীত

ক্রিকেটার রিংকু সিং ও ভারতের কনিষ্ঠ সাংসদ প্রিয়া সরোজ—তাদের বিয়ের সম্বন্ধ নিয়ে চলছে আলোচনা। প্রিয়া উত্তরপ্রদেশের বাঘা রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি সমাজবাদী পার্টির মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিংকু বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। 

১/১০

আইপিএলে রিংকু নজর কাড়ার পর থেকে এগিয়ে চলেছেন। ২২ গজে তার আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটে। অপরদিকে, প্রিয়ার আগ্রাসী রাজনীতিও সবার নজর কেড়েছে।


আরও পড়ুন :

» টেনিসের আকাশ থেকে বিদায় নিচ্ছে একটি নক্ষত্র

» নারী বিপিএলের ৩ দল চূড়ান্ত, খেলোয়াড়দের পারিশ্রমিক কত?


২/১০
Rinku Singh 8

ছবি- সংগৃহীত

সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রিংকু-প্রিয়া সম্পর্কে জড়িয়েছেন। শিগগিরই চার হাত এক হতে পারে। এ নিয়ে চলছে জল্পনা।


৩/১০
Rinku Singh 10

ছবি- সংগৃহীত

এদিকে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন প্রিয়ার বাবা, উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ। ভারতের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, রিংকু ও প্রিয়া প্রেম করছেন না। রিংকুর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পাকাপাকি কোনও কথা এখনো হয়নি।


৪/১০
Rinku Singh 9

ছবি- সংগৃহীত

আইপিএল থেকে প্রচারের আলোয় আসেন রিংকু। তার জীবনের গল্প সবার অজানা নয়। তবে কৌতূহলের কেন্দ্র প্রিয়া সরোজ।


৫/১০
priya 3

ছবি- সংগৃহীত

গত লোকসভা ভোটে বিজেপি প্রার্থী ভোলানাথ সরোজকে হারাতে প্রিয়াকে নিয়ে বাজি ধরেছিল সমাজবাদী পার্টি।


৬/১০
priya 7

ছবি- সংগৃহীত

তা যে ভুল হয়নি সেটা প্রমাণ হয় ভোটের ফলাফলে। বিজেপির হেভিওয়েট প্রার্থীকে ভোটের মাঠে ধরাশায়ী করেছেন প্রিয়া। ৩৫ হাজারের বেশি ভোটে জয়ের মালা পরেছেন রাজনৈতিক পরিবারের এ কন্যা।


৭/১০
priya 6

ছবি- সংগৃহীত

আর এতেই ভারতের দ্বিতীয় কনিষ্ঠ সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করেন তিনি। তখন তার বয়স ছিল ২৫ বছর। প্রিয়ার বাবা তুফানিও তিন বারের সাংসদ ছিলেন।


৮/১০
priya 5

ছবি- সংগৃহীত

১৯৯৮ সালের ২৩ নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্ম গ্রহণ করেন প্রিয়া। পেশায় আইনজীবী প্রিয়া রাজনীতিতে পা দেবেন এমন ইচ্ছা কখনই ছিল না।


৯/১০
Rinku Singh and priya 2

ছবি- সংগৃহীত

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া বলেন, আমি রাজনীতিতে আসবো, তা কল্পনাও করিনি।


১০/১০
priya 4

ছবি- সংগৃহীত

আইনে স্নাতক হওয়ার পর বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। এরপর না চাইতেই এতো কিছু হয়ে গেল।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২০২৫/আইএইচআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফটো স্টোরি