Connect with us
ক্রিকেট

শেষ ওভারের রোমাঞ্চে খুলনাকে ৭ রানে হারাল বরিশাল

Barisal beat Khulna by 7 runs in a last-over thriller
খুলনাকে হারিয়ে ষষ্ঠ জয় তুলে নিয়েছে বরিশাল। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে আরো একটি জয় তুলে নিল ফরচুন বরিশাল। খুলনার টাইগার্সের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চের পর ৭ রানে জয় পেয়েছে ফরচুন বরিশাল। এ নিয়ে আসরের ষষ্ঠ জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বুধবার (২২ জানুয়ারি) বিপিএলের ৩০তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৭ রানের পুঁজি পায় বরিশাল। জবাবে খেলতে নেমে ১৬০ রান তুলতে সক্ষম হয় খুলনা।

এদিন রানতাড়ায় নেমে শূন্য রানে ফিরে যান ইমরুল কায়েস। এরপর নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ ৫৯ রানের জুটি গড়েন। তবে কিছুটা ধীরগতিতে রান তুলে চাপে পড়ে যায় খুলনা। মিরাজ ২৯ বলে ৩৩ রান করে ফেরার পর অ্যালেক্স রোস মাত্র ৪ রান করে ফেরেন।

আরও পড়ুন:

» মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন রোনালদো

» ক্রিকেটার রিংকু ও সাংসদ প্রিয়া, চার হাত এক হতে চলেছে?

এরপর নাঈম শেখকে সঙ্গ দেন আফিফ হোসেন। তবে ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে ফিরে যান আফিফ। শেষদিকে নাঈম শেখ একাই দলকে টেনে নিয়ে যান। শেষ ওভারে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫ রান। প্রথম ৩ বলে দুই ছক্কায় ১২ রান নেন নাঈম।

শেষ ৩ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। তবে চতুর্থ বলে নাঈম ফিরে যান। আর তাতেই জয়ের স্বপ্ন পণ্ড হয় খুলনার। শেষ ২ বলে আসে ৫ রান। নাঈমের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৭৭ রান। ৫৯ বলে ৪ চার ও ৬ ছক্কার মারে এই রান করেন তিনি। বরিশালের হয়ে জাহানদাদ খান ২টি এবং নবি, রিশাদ ও রিপন ১টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ৫০, রিশাদ হোসেনের ৩৯, তাওহীদ হৃদয়ের ৩৬ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৬৭ রানের পুঁজি পায় বরিশাল। খুলনার হয়ে মিরাজ ৩টি এবং সালমান ইরশাদ ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ১৬৭/৯ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১৬০/৮ (২০ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৭ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট