ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হলো না ইংল্যান্ডের। ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের পথচলা শুরু হলো বাজেভাবে হেরে। সফরকারী ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া।
বুধবার (২২ জানুয়ারি) রাতে ইডেন গার্ডেন্স প্রথম ম্যাচে ইংলিশদের ১৩২ রানে অলআউট করে ১২ ওভার পাঁচ বলেই লক্ষ্যে পৌঁছে যায় সূর্যকুমার যাদবের দল। এদিন ৩৪ বলে ৭৯ রান করেন অভিষেক শর্মা।
ইডেনে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং তোপে পড়ে ইংলিশরা। দলীয় ১৭ রানের মধ্যে দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট ফেরত যাওয়ার পর অধিনায়ক জশ বাটলার ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। বাটলার ৪৪ বলে আট চার ও দুই ছক্কায় ৬৮ করে আউট হন। ২০তম ওভারের শেষ বলে ১৩২ রানে অলআউট হয় সফরকারী দল।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়নস লিগ: নকআউট নিশ্চিত হলো কাদের, বিদায় নিলো কারা?
» নারী বিপিএলের ৩ দল চূড়ান্ত, খেলোয়াড়দের পারিশ্রমিক কত?
» ঢাকা সফরে আসার প্রতিশ্রুতি দিলেন ফিফা সভাপতি
হ্যারি ব্রুক ১৭ আর জোফ্রা আর্চার ১২ রান করে দুই অংকে পৌঁছাতে পারেন। ভারতের বোলিংয়ে লেগ স্পিনার বরুন চক্রবর্তী ২৩ রানে তিন উইকেট নেন। আর্শদিপ সিং, হার্দিক পান্ডিয়া ও আক্সার প্যাটেল দুটি করে উইকেট পান।
ঘরের মাঠে স্বল্প রানের টার্গেটে শুরু থেকেই ঝড় তোলেন দুই ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। সঞ্জু ২০ বলে ২৬ করে আউট হওয়ার পর অধিনায়ক সূর্যকুমার রানের খাতা না খুলেই ফেরেন।
এরপর অভিষেক ও তিলক ভার্মা দ্বাদশ ওভারে স্কোর ১২৫-এ নিয়ে বিচ্ছিন্ন হন। ৩৪ বলে পাঁচ চার ও আট ছক্কায় ৭৯ করে আউট হন অভিষেক। ভার্মা ও পান্ডিয়া পরের ছয় বলে স্কোর তিন উইকেটে ১৩৩-এ নিয়ে জয় নিশ্চিত করেন।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ভারত। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে। এই সফরে ৩টি ওয়ানডেও খেলবে ভারত-ইংল্যান্ড। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই এই সিরিজ খেলছে দুই দল।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/এজে