ভারতের আপত্তির কারণে দীর্ঘদিন ধোয়াশায় ছিল পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। শেষ পর্যন্ত ভারতের দাবি মানতে রাজি হয় আয়োজক দেশ পাকিস্তান ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফলে ভারতের ম্যাচ গুলো আয়োজন হবে পাকিস্তানের বাইরে দুবাইয়ে। তবে এবার ভারতের এক নতুন আবদার উড়িয়ে দিয়েছে আইসিসি।
নিয়ম অনুযায়ী বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলা সকল দেশের জার্সিতে আইসিসির অফিসিয়াল লোগোর নিচে থাকবে আয়োজক দেশের নাম। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো খবর অনুযায়ী নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায়নি ভারত। আর এই বিষয় নিয়ে তৈরি হয়েছিল নতুন বিতর্ক।
তবে এবার সেই বিতর্ক বাড়তে দেয়নি আইসিসি। তারা জানিয়ে দিয়েছে কোন জারিজুরি চলবে না ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম রাখতেই হবে কোহলি-রোহিতদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
» ক্লাব ফুটবলের ইতিহাসে অনন্য নজির গড়ল রিয়াল মাদ্রিদ
» অভিষেক শর্মার ব্যাটিংয়ে ইংল্যান্ডকে নিয়ে ভারতের ছেলেখেলা
যেখানে সাকারিয়া জানিয়েছেন আইসিসির প্রদত্ত নিয়মের বাইরে যাওয়ার সুযোগ পায়নি তারা, ‘আইসিসি যে গাইডলাইন দিয়েছে, আমদের সেটাই অনুসরণ করতে হবে। আমরা আইসিসির নির্দেশনা অনুযায়ী কাজ করব।’
আইসিসির কঠোর গাইডলাইনের কারণে অনিচ্ছা সত্ত্বেও নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে হবে ভারতকে। অবশ্য এর আগে বিভিন্ন বিষয়ে দলটিকে নানা ছাড় দিয়ে আসছিল আইসিসি। যেমন ভারতের জেদের মুখেই পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টের একটি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
এদিকে জার্সিতে পাকিস্তানের নাম না রাখা প্রসঙ্গের বিতর্ক উঠলে তার কড়া প্রতিবাদ জানায় আয়োজক দেশ। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা মনে করেন ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানোর চেষ্টা করছে ভারত। তবে আইসিসি ভারতের এমন আবদার মেনে নেবে না হলেও আশা রাখার কথা বলেছিলাম।
তেমনটাই হতে যাচ্ছে আদতে। নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম রাখবে না ভারত, এমন গুঞ্জন শোনা গেলে তা আর হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলতে না গেলেও তাদের নাম জার্সির বুকে নিয়েই মাঠে নামতে হবে ভারতকে। এই বিষয়ে ভারতের কোন আবদার শুনবে না আইসিসি।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/এফএএস