Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য কত?

ICC Champions Trophy ticket price
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে দুটি ভেন্যুতে। ছবি- সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আরব আমিরাতের মাটিতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আসন এই টুর্নামেন্ট মোট আট দল খেলবে। পাকিস্তানের তিনটি ভেন্যু এবং আরব আমিরাতের একটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি সেমিফাইনালসহ ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইতে।

চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি― এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আইসিসির এই মেগা ইভেন্টের জন্য এই তিনটি ভেন্যুর টিকিট মূল্য প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রতিটি ভেন্যুতে টিকিটের মূল্য ভিন্ন ভিন্ন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে কাটা যাবে টিকিট। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে টিকিটের দাম সর্বনিম্ন এক হাজার পাকিস্তানি রুপি থেকে শুরু করে সর্বোচ্চ ১৮ হাজার পাকিস্তানি রুপি ধরা হয়েছে।

পাকিস্তানের মাটিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। এই ভেন্যুতে ৮৭৪ টাকাতেই দেখা যাবে বাংলাদেশের ম্যাচ। যেখানে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৮৭৪ টাকা। এছাড়া প্রথম শ্রেণির টিকিটের মূল্য ৪০০০ রুপি বা ১৭৪৯ টাকা, প্রিমিয়ামে ৭০০০ রুপি বা ৩০৬০ টাকা এবং ভিআইপিতে ১২৫০০ রুপি বা ৫৪৬৪ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচগুলো।

আরও পড়ুন:

» চলমান বিপিএলে রংপুরকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী

» গোলের সেঞ্চুরির পর রোনালদোকে ছাড়িয়ে যেতে চান ভিনি

করাচি স্টেডিয়ামে ৫ ক্যাটাগরির টিকিট কাটা যাবে। যেখানে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১০০০ হাজার পাকিস্তানি রূপি বা ৪৩৭ টাকা। এছাড়া প্রথম শ্রেণির টিকিট ১৫০০ রুপি বা ৬৫৬ টাকা, প্রিমিয়াম টিকিট ৩৫০০ রুপি বা ১৫৩০ টাকা, ভিআইপি টিকিট ৭০০০ রুপি বা ৩০৬০ টাকা এবং ভিভিআইপি টিকিট ১২০০০ রুপি বা ৫২৪৬ টাকা।

লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে ৬ ক্যাটাগরির টিকিট কাটা যাবে। যেখানে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১০০০ হাজার পাকিস্তানি রুপি বা ৪৩৭ টাকা। এছাড়া প্রথম শ্রেণি টিকিট ২০০০ রুপি বা ৮৭৪ টাকা, প্রিমিয়াম টিকিট ৫০০০ রুপি বা ২১৮৬ টাকা, ভিআইপি টিকিট ৭৫০০ রুপি বা ৩২৭৮ টাকা, ভিভিআইপি টিকিট ১২০০০ রুপি বা ৫২৪৬ টাকা এবং গ্যালারিতে ১৮০০০ রুপি বা ৭৮৬৮ টাকায় টিকিট পাওয়া যাবে।

পাকিস্তানের তিন ভেন্যুর টিকিটের মূল্য প্রকাশ করা হলেও এখনো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিটের মূল্য প্রকাশ করা হয়নি। এই ভেন্যুতেই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট