চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে আজ। চারটি গ্রুপ থেকে শীর্ষ ৩ দল করে মোট ১২টি সুপার সিক্স নিশ্চিত করেছে। সুপার সিক্সে দুই গ্রুপে ভাগ হয়ে সেমিফাইনালের জন্য লড়াই করবে দলগুলো।
চলমান এই টুর্নামেন্ট গ্রুপ ‘ডি’ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশে মেয়েরা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত হয়েছে টাইগ্রেস তরুণীদের।
সুপার সিক্সে ১ নম্বর গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপের বাকি ৫ দল হলো― ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এই পর্বে শুধু ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে এই দুই দল বাদে অন্যদের সঙ্গে কেন খেলবে না বাংলাদেশ, এমন প্রশ্ন জাগতে পারে অনেকের মনে।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য কত?
» পাত্তা পেল না ভারতের আবদার, পাকিস্তানের পক্ষে আইসিসি
নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে একই গ্রুপে থাকা দলগুলো সুপার সিক্সে একে অন্যের মুখোমুখি হবে না। তাছাড়া গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে না। আর রানার্সআপ দলের ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে।
গ্রুপ পর্বের ‘এ’ ও ‘ডি’ গ্রুপ দিয়ে তৈরি হয়েছে সুপার সিক্সের ১ নম্বর গ্রুপ। ‘ডি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে সুপার সিক্স নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। তাই সুপার সিক্সে এই দুই দলের মুখোমুখি হবে না তারা।
অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্সে উঠেছে ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে রানার্সআপ দল ছিল শ্রীলঙ্কা। আর এ কারণেই সুপার সিক্সে লঙ্কানদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ।
এদিকে সুপার সিক্সেও যোগ হবে গ্রুপ পর্বের পয়েন্ট। এক্ষেত্রে সুপার নিশ্চিত করেছে এমন দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টগুলোই যোগ হবে এখানে। সেদিক বিবেচনায় সর্বোচ্চ ২টি করে জয় নিয়ে ১ নম্বর গ্রুপে এক ও দুই নম্বরে যথাক্রমে অবস্থান করছে ভারত ও অস্ট্রেলিয়া। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছ শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া বাংলাদেশের ২ পয়েন্ট সুপার সিক্সে যোগ হয়েছে। তবে লঙ্কানদের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে বাংলাদেশ। এছাড়া পাঁচে থাকা স্কটল্যান্ড এবং ছয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সুপার সিক্সে কোনো পয়েন্ট যোগ হয়নি।
আগামী রবিবার (২৬ জানুয়ারি) অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/বিটি