Connect with us
ক্রিকেট

রংপুরের প্রথম হারের পর যা বললেন অধিনায়ক সোহান

Nurul Hasan Sohan_Press Conf
সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে প্রথম ৮ ম্যাচে হারের মুখ দেখেনি রংপুর রাইডার্স। তবে নিজেদের নবম ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখেছে প্লে-অফ নিশ্চিত করা দলটি। তবে আসরের বাকি দুই শক্তিশালী দল বরিশাল কিংবা চিটাগংয়ের বিপক্ষে হারেনি রংপুর। ধুঁকতে থাকা এনামুল-তাসকিনদের দুর্বার রাজশাহীর বিপক্ষে হারতে হয়েছে টেবিলের শীর্ষে থাকা দলটিকে। তবে রাজশাহীর বিপক্ষে এমন হারের পর কারণ হিসেবে মাঠের পারফরম্যান্সকেই দেখছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হেরেছে রংপুর রাইডার্স। চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানের পুঁজি পায় রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় রংপুর।

২০২৫ বিপিএলের প্রথম হারের পর সংবাদ সম্মেলনে আসেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলের হারের কারণ হিসেবে তিনি মনে করেন, মাঠের খেলায় রংপুরের চেয়ে রাজশাহী ভালো খেলার কারণেই জিতেছে। তবে পুনরায় ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তারা।

আরও পড়ুন:

» অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ : সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে পাকিস্তান

সোহান বলেন, ‘আপনিতো সব ম্যাচ জিততে পারবেন না। কিন্তু কোনো একটা ম্যাচে হারাটা আমাদের কাছে অ্যালার্মিং। ম্যাচ জিততে হলে ভালো ক্রিকেটটাই খেলতে হবে। আপনি আসবেন আর জিতে যাবেন-এমনটা হবে না। যেদিন ভালো ক্রিকেট খেলবেন সেদিন ম্যাচ জিতবেন। তবে থেকে কীভাবে আরও শক্তভাবে ফিরে আসা যায় সেটা নিয়েই আমরা কাজ করবো।’

এদিন ব্যাট হাতে রান পেয়েছেন সোহান। ২৬ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৪১ রান করেন এই ওপেনার। তবে দলের জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না।

এই হারের পরও বিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকছে রংপুর। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট দলটির। আগামী ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা পর্বে গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচ খেলবে সোহানের দল।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট