সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চলমান বিপিএলের চতুর্থ জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আরিফুল হকদের ৬ উইকেটে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। এই জয়ে দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স।
এদিন রানতাড়ায় নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও নাঈম শেখ। দলীয় ৬৫ রানে নাঈম ফেরার পর ভাঙে উদ্বোধনী জুটি। ১৭ বলে ২০ রান করে ফেরেন এই ওপেনার। এরপর তিনে আসা আফিফ হোসেন বেশিক্ষণ খেলতে পারেনি। মাত্র ৩ রান করেই ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
আরও পড়ুন:
» রংপুরের প্রথম হারের পর যা বললেন অধিনায়ক সোহান
» অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ : সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
এরপর অ্যালেক্স রসকে নিয়ে আরো ২৮ রান যোগ করেন মিরাজ। দলীয় ১০৬ রানের মাথায় মিরাজের দুর্দান্ত এক ইনিংসের সমাপ্তি ঘটে। ৫০ বলে ৭০ রান করে ফেরেন খুলনার অধিনায়ক। তবে ততক্ষণে ম্যাচ খুলনার হাতেই ছিল। এরপর মাহিদুলের ১৭, রসের ২৩ এবং উইলিয়াম বোসিস্তোর ১৯ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। সিলেটের হয়ে নিহাদুজ্জামান ২টি এবং সুমন খান ও সামিউল্লাহ শেনওয়ারি ১টি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ডাক মেরে ফেরেন রনি তালুকদার। এরপর জর্জ মুনশির ৫৮ এবং জাকির হাসানের ৪৪ রানের ইনিংসের পর বড় লক্ষ্যের পথেই ছিল সিলেট। তবে পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় ১৫২ রানেই থামে সিলেটের ইনিংস। খুলনার হয়ে ২টি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ। এছাড়া ১টি করে উইকেটের দেখা পেয়েছেন মেহেদি মিরাজ, আমির জামাল ও নাসুম আহমেদ।
এই জয়ে দুইধাপ এগিয়েছে খুলনা। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ঢাকা ও রাজশাহীকে টপকে টেবিলের চারে জায়গা করে নিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ১৫২/৯ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১৫৬/৪ (১৯.৫ ওভার)
ফলাফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/বিটি