Connect with us
ক্রিকেট

ছয়ে নেমে এলো ঢাকা, তবুও আছে প্লে অফের সুযোগ

Dhaka Capitals in Bpl
ঢাকা ক্যাপিটালস। ছবি- সংগৃহীত

পরপর দুই ম্যাচ জিতে বিপিএলের পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। টেবিলের তলানি থেকে তারা উঠে এসেছিল চতুর্থ অবস্থানে। তবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের জয়ে দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে এসেছে ঢাকা। পয়েন্ট টেবিলে সুবিধা জনক অবস্থানে না থাকলেও প্লে অফে খেলার সুযোগ এখনও রয়েছে লিটন দাসদের সামনে।

এর আগে গতকাল চলমান বিপিএলে রংপুর রাইডার্সকে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ উপহার দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছিল দুর্বার রাজশাহী। এরপর রাতের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারালে খুলনা টাইগার্স টপকে যায় রাজশাহীকেও। এতে আরও পিছিয়ে পড়ে ঢাকা। ধারণা করা হচ্ছে বিপিএলে প্লে অফের চতুর্থ অবস্থানের জন্য লড়াই চলবে এই তিন দলের মাঝে।

কাগজে কলমে কেবল একমাত্র দল হিসেবে অনেক আগেই প্লে অফ নিশ্চিত করে রেখেছে রংপুর রাইডার্স। পুরোপুরি নিশ্চিত না হলেও আন্দাজ করা যাচ্ছে পরবর্তী দুই অবস্থানে থাকবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। চতুর্থ অবস্থানের জন্য এখন পর্যন্ত সুযোগ রয়েছে বাকি চার দলের সকলেরই। যেখানে সব থেকে বেশি এগিয়ে রয়েছে খুলনা টাইগার্স।

৬ নম্বরে নেমে এলেও সুযোগ শেষ হয়ে যায়নি ঢাকা ক্যাপিটালসের জন্য। এখনও তাদের সম্ভাবনা রয়েছে টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত করার। চলুন দেখে নেয়া যাক বিপিএলের পরবর্তী রাউন্ডে যেতে কী সমীকরণ রয়েছে ঢাকা ক্যাপিটালসের সামনে।

ঢাকা ক্যাপিটালসের প্লে অফ খেলার সমীকরণ–

নিজেদের খেলা দশ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ঢাকা। এতে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে তারা। পঞ্চম অবস্থানে থাকা দুর্বার রাজশাহীর পয়েন্ট দশ ম্যাচের চারটিতে জিতে ৮। এদিকে চতুর্থ অবস্থানে থাকা খুলনা টাইগার্স এক ম্যাচ কম খেলেই তুলে নিয়েছে ৮ পয়েন্ট। প্রতিটি দল এই পর্বে খেলবে ১২টি করে ম্যাচ। সেই হিসেবে ঢাকা ও রাজশাহী খেলবে দুটি এবং খুলনা খেলবে আরও তিনটি ম্যাচ।

প্রথমত, প্লে অফের সমীকরণ মেলাতে ঢাকা ক্যাপিটালসকে তাদের পরবর্তী দুই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। যদি তারা শেষ দুই ম্যাচে জয় তুলে নিতে সক্ষম হয়, তবে তাদের সর্বমোট পয়েন্ট হবে ১০। তবে কেবল ম্যাচ জিতলেই মেলানো যাবে না সমীকরণ। তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলাফলের দিকে।


আরও পড়ুন:

» অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল-সহ আজকের খেলা (২৪ জানুয়ারি ২৫)

» ২০ বছরের সম্পর্কে ইতি টানছেন শেবাগ?


যেহেতু ঢাকার কাছে সর্বোচ্চ ১০ পয়েন্ট নেয়ার সুযোগ রয়েছে, তাই প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে অন্য কোন দল যাতে এর বেশি পয়েন্ট না পায় সেদিকে রাখতে হবে লক্ষ্য। যেহেতু খুলনা ও রাজশাহীর পয়েন্ট ৮, তারা যদি কেউ দুই ম্যাচে জয় তুলে নিতে পারে তবে কোন হিসেব নিকেশ ছাড়াই চলমান এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ঢাকা।

অর্থাৎ খুলনা টাইগার্স তিন ম্যাচের দুটিতে জিতলেই সুযোগ শেষ ঢাকার। তবে খুলনার জন্য পথ খুব একটা সহজ হবে না। কেননা তাদের পরবর্তী দুই ম্যাচ টেবিলে শীর্ষ দুই দল অর্থাৎ রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের সঙ্গে। আর শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে এই ঢাকা ক্যাপিটালসের। অপরদিকে রাজশাহীর বাকি দুই ম্যাচে প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

শেষ পর্যন্ত যদি খুলনা এবং রাজশাহী একটি করে ম্যাচ জয় করতে পারে, আর ঢাকা ক্যাপিটালস যদি তাদের পরবর্তী তুই ম্যাচ জিতে নিতে পারে তবে এই তিন দলের পয়েন্ট হবে সমান ১০। আর তখন হিসেব হবে নেট রানরেটের। যেখানে কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে থাকতে পারে ঢাকা। তাই এখনও পর্যাপ্ত সুযোগ রয়েছে সকল দলের প্লে অফে খেলার।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট