দেশে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের একাদশ আসর। যেই টুর্নামেন্টের আড়ালে কিছুটা আলো কম পাচ্ছে বলে মনে হলেও বেশ গুরুত্বপূর্ণ একটি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বাংলাদেশ জাতীয় নারী দল। যেই সফরেই নিশ্চিত হওয়ার কথা আসন্ন ভারত বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতিদের সরাসরি খেলা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান রয়েছে বাংলাদেশ নারী দলের। যেখানে জয় তুলে নিতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। আজ এই ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল। সেখানেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের আগে বাছাই পর্ব খেলতে হবে কিনা জ্যোতিদের।
উল্লেখ্য, নারীদের আসন্ন ভারত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ৬ দল। স্বাগতিক ভারতসহ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। যেখানে বাংলাদেশ বর্তমানে রয়েছে সপ্তম অবস্থানে। সমীকরণ বলছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ জিততে পারলেই সেরা ছয়ে উঠে আসবে বাংলাদেশ।
আরও পড়ুন:
» ক্রিকেটে মনোযোগী রায়ান বার্ল, রাজশাহীর পেমেন্ট ইস্যুতে যা বললেন
» ‘পচা শামুকে’ পা কাটল রংপুর, দিল ‘ভয়ঙ্কর’ ভাবে ফেরার বার্তা
এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে চলমান এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়ে যায় নিগার সুলতানারা। আর এতে শঙ্কা জাগে বিশ্বকাপের সরাসরি খেলতে পারার এই সুযোগ হাতছাড়া করার। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে বাংলার বাঘিনীরা। ফলে সুযোগ টিকে থাকে সরাসরি বিশ্বকাপ খেলার।
আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতে যাওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে জ্যোতিরা। যেখানে জয় তুলে নিতে পারলেই প্রথমবারের মতো উইন্ডিজদের ওয়ানডে সিরিজে পরাজিত করার ইতিহাস গড়বে বাংলাদেশের নারী দল। শুধু তাই নয় ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ষষ্ঠ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল যাদের পয়েন্ট সবগুলো ম্যাচ শেষে ২১। সমান পয়েন্ট নিয়ে একধাপ পেছনেই রয়েছে বাংলাদেশ। আজ এই চক্রে নিজেদের শেষ ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ড নারী দলকে পেছনে ফেলে সেরা ছয় উঠে আসবে টাইগ্রেসরা। এতে করে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে আসতে হবে নিউজিল্যান্ডকে।
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/এফএএস