অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আজ। যেখানে আলেক্সান্দার জভেরেভের মুখোমুখি হয়েছিলেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। তবে মাত্র এক সেট খেলেই ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এই টেনিস তারকা। এতে করে চলমান এই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন জার্মান তারকা জভেরেভ।
সেমিফাইনালের প্রথম সেটে অবশ্য এগিয়ে গিয়েছিলেন জভেরেভ। যেখানে ১ ঘণ্টা ২১ মিনিট ধরে চলে লড়াই। সেই প্রথম সেটে ৭–৬ (৭–৫) গেমে পরাজিত হন সার্বিয়ান তারকা জোকোভিচ। প্রথম সেটের লড়াই চলাকালেই নিজের বাঁ পায়ের সমস্যায় ভুগতে থাকেন তিনি। অস্বস্তি নিয়ে পুরো ম্যাচ খেলে জয় পাওয়া সম্ভব হবে না মনে করেই ম্যাচ প্রত্যাহার করেন তিনি।
কোর্টে থাকতে যখন জোকোভিচ নিজের সরে দাঁড়ানোর ইঙ্গিত করেন, তখন যেন বিশ্বাসই করতে পারছিলেন না জভেরেভ। কিংবদন্তি এই টেনিস তারকার বিপক্ষে খেলেও এত সহজে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে যাবেন তিনি, হয়তো ভাবতেও পারেননি এই জার্মান টেনিস খেলোয়াড়। রড লেভার অ্যারেনায় তাই থামতে হলো জোকোভিচকে।
আরও পড়ুন:
» সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে আজ মাঠে নামবে বাংলাদেশ
» ক্রিকেটে মনোযোগী রায়ান বার্ল, রাজশাহীর পেমেন্ট ইস্যুতে যা বললেন
এদিন ব্যাগ গুছিয়ে কোর্ট ত্যাগ করার সময় দর্শকদের উদ্দেশে বিদায় নিতে হাত নাড়েন জোকোভিচ। কিন্তু দর্শকেরা তাঁকে দুয়ো দিয়েছেন তখন। কিন্তু প্রতিক্রিয়া হিসেবে দুই হাতের বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি করেন জোকোভিচ। তবে দর্শকদের এমন ঘটনা ভালো ভাবে নিতে পারেননি জভেরেভ। কিংবদন্তি তারকার জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন তিনি।
জোকোভিচ মনে করেন অস্ট্রেলিয়ান ওপেনে এটি হতে পারে তার শেষ মৌসুম, ‘আমি আমার পেশীর চোট সামলাতে যা যা করার, সব করার চেষ্টা করেছি। কিন্তু প্রথম সেটের শেষের দিকে আমি আরও বেশি ব্যাথা অনুভব করেছিলাম। আমি কি আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন খেলে ফেলেছি? জানি না। তবে হতে পারে।’
এদিকে ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে এসে সম্পূর্ণ খেলা দেখতে না পারায় ক্ষুব্ধ ছিল দর্শকরা। তাদের উদ্দেশ্য জভেরেভ বলেন, ‘দয়া করে এমন খেলোয়াড়কে দুয়ো দেবেন না, যিনি ইনজুরির কারণে মাঠ ছাড়ছেন। আমি জানি সকলেই টিকিট কেটে খেলা দেখতে আসছিলেন। কিন্তু জোকোভিচ এই খেলার জন্য তার জীবনের ২০ বছর অতিবাহিত করেছে।’
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/এফএএস