Connect with us
ক্রিকেট

নোমান আলীর হ্যাটট্রিকের রেকর্ডে উঠে এলো অলোক কাপালীর নামও

NOAMN ALI

পেসারদের স্বর্গভূমি পাকিস্তান থেকে উঠে এসেছে ভিন্নধর্মী সব স্পিনারও। তবে পাকিস্তানের মাটিতে কখনই কোনো স্পিনার হ্যাটট্রিক করতে পারেননি তিনি। সেই শূন্যস্থান পূরণ করলেন নোমান আলী। টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন নোমান। আর তখন সামনে এসেছে বাংলাদেশের অলোক কাপালীর নামও।

শনিবার মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের সকালে এ ঘটনা ঘটে। টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের একাদশ ওভারের প্রথম বলে জাস্টিন গ্রিভসকে বাবর আজমের ক্যাচ বানিয়ে পরের বলে তেভিন ইমলাচকে এলবিডব্লিউতে আউট করেন বাঁ-হাতি স্পিনার নোমান।

Noman Hat trick

হ্যাটট্রিক করায় নোমান আলীকে অভিনন্দন জানান সতীর্থরা।

পরে তৃতীয় বলে কেভিন সিনক্লেয়ারকে শর্ট ফরোয়ার্ডে ক্যাচ তুলতে বাধ্য করে টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের ইতিহাস গড়েন ৩৮ বছরের নোমান। পাকিস্তানিদের এই রেকর্ডে ষষ্ঠ বোলারের কীর্তি এটি। পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনাররা হ্যাটট্রিকই পেলেন মাত্র তৃতীয়বার।


আরও পড়ুন:

» বিপিএলে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরছেন পাক ক্রিকেটার!

» ব্রাজিলকে গোলে ভাসিয়ে দারুণ রেকর্ড গড়লো আর্জেন্টিনা

» ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের ৫ প্রতিপক্ষ


১৯৭৬ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমটি করেছিলেন নিউজিল্যান্ডের অফ স্পিনার পিটার প্যাথেরিক। এরপর ২০০৩ সালে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি দ্বিতীয় কীর্তিটি গড়েন পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে। ২১ বছর পর আবারও পাকিস্তানের মাটিতে স্পিনারের হ্যাটট্রিক।

Alok kapali

২০০৩ সালে পাকিস্তানের মাটিতে হ্যাটট্রিক করেছিলেন অলোক কাপালী

আজকের আগে পাকিস্তানের মাটিতে সর্বশেষ হ্যাটট্রিকের ঘটনা ছিলো ২০২০ সালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে সেটি করেছিলেন নাসিম শাহ। পাকিস্তানের পেসারদের মধ্যে অন্য চারটি হ্যাটট্রিকের দুটি ওয়াসিম আকরামের। দুটিই ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। লংকানদের বিপক্ষেই ২০০০ সালে আবদুর রাজ্জাক এবং ২০০২ সালে মোহাম্মদ সামি অন্য দুই হ্যাটট্রিকের মালিক।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট