Connect with us
ক্রিকেট

বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করল আইসিসি, তালিকায় আছেন যারা

ICC announces T20I team of the year, who are on the list
বর্ষসেরা দলে আধিপত্য রেখছে ২০২৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ছবি- সংগৃহীত

২০২৪ সালটা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য রেকর্ডময় একটি বছর। আগের সব রেকর্ড ভেঙে ৬৭৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত বছর। বিদায়ী বছরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছে। যেখানে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তুলে নেয় ভারত।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে স্বাভাবিকভাবেই আধিপত্য দেখিয়েছে ভারতের ক্রিকেটাররা। ভারতের সর্বোচ্চ ৪ ক্রিকেটার জায়গা পেয়েছেন এই তালিকায়। তবে বর্ষসেরা দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারের।

এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন। তবে এই তালিকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

আরও পড়ুন:

» নোমান আলীর হ্যাটট্রিকের রেকর্ডে উঠে এলো অলোক কাপালীর নামও

» ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের ৫ প্রতিপক্ষ

রোহিত শর্মাকে অধিনায়ক করে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। এই বিধ্বংসী ওপেনারের নেতৃত্বেই দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় টিম ইন্ডিয়া। তালিকার বাকি তিন ভারতীয় ক্রিকেটার হলেন- হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা ও আর্শদীপ সিং।

এছাড়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের ফিল সল্ট, পাকিস্তানের বাবর আজম, পাঁচে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান আছেন এই তালিকায়।

গতবছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেয়েদের বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছে। মেয়েদের বিশ্বকাপেও রানার্সআপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর প্রোটিয়াদের হারিয়ে প্রথম কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। তবে বর্ষসেরা টি-টোয়েন্টি দলে প্রোটিয়া দুই ক্রিকেটারের বিপরীতে এক কিউই ক্রিকেটার জায়গা পেয়েছেন।

মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের সবচেয়ে বেশি ৩ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে অস্ট্রেলিয়া, বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই একাদশে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছে।

মেয়েদের নেতৃত্বে আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্ট। তার সঙ্গে ওপেনিংয়ে আছে ভারতের স্মৃতি মান্দানা। তিনে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, চারে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, পাঁচে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, ছয়ে নিউজিল্যান্ডের এমিলিয়া কের, সাতে ভারতের রিচা ঘোষ (উইকেটরক্ষক), আটে দক্ষিণ আফ্রিকার মারিজেন ক্যাপ, নয়ে আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট, দশে ভারতে দিপ্তি শর্মা ও শেষে আছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।

আইসিসির বর্ষসেরা নারী টি-টোয়েন্টি একাদশ : লরা উলভার্ট (অধিনায়ক), স্মৃতি মান্দানা, চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, ন্যাট সিভার-ব্রান্ট, এমিলিয়া কের, রিচা ঘোষ (উইকেটরক্ষক), মারিজেন ক্যাপ, ওরলা প্রেন্ডারগাস্ট, দিপ্তি শর্মা ও সাদিয়া ইকবাল।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট