বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দুই-তৃতীয়াংশ ম্যাচ শেষ। ঢাকায় ঢাকায় প্রাথমিক পর্বের পর সিলেট ও চট্টগ্রাম পর্বের মধ্য দিয়ে লিগ পর্বে ৩২টি ম্যাচ শেষ হয়েছে। এবার শেষ পর্বের জন্য আবারো ঢাকায় ফিরছে বিপিএল। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোসহ ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিপিএলের প্রথম তিন পর্বে একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। আর ৯ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স।
প্রথম তিন পর্বের পর কাগজে-কলমে এখনো বাদ পড়েনি কোনো দল। তাই প্লে-অফের বাকি ৩ জায়গা নিশ্চিতে ঢাকা পর্বে লড়বে বাকি ৬টি দল।
আরও পড়ুন:
» স্পিনারদের ভিড়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাসকিন, প্রশংসায় নবি
» বাংলাদেশের হয়ে কবে মাঠে নামছেন হামজা, জানালেন নিজেই
প্লে-অফের দৌড়ে সবার আগে আছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট পেয়েছে দলটি। আর এক ম্যাচ জিতলেই শেষ চার নিশিত হবে তামিম বাহিনীর। আর বরিশালের পর প্লে-অফের দৌড়ে রয়েছে চিটাগং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মোহাম্মদ মিথুনের দল। আর একটি জয় পেলেই শেষ চার অনেকটাই নিশ্চিত হবে তাদের। তবে দুই জয় পেলে হেসেখেলেই শেষ চারে যাবে দলটি।
টেবিলের চার থেকে সাতে রয়েছে যথাক্রমে খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। এদের মধ্যে তালিকায় এগিয়ে থাকা দলগুলোরই শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
আগামীকাল (রবিবার) থেকে শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা। দিনে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তাসকিনের দুর্বার রাজশাহী।
আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর ৩ তারিখ থেকে শুরু হবে প্লে-অফের ম্যাচ এবং ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
একনজরে ঢাকার শেষ পর্বের ম্যাচসূচি :
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২৬ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স | ঢাকা | দুপুর ১টা ৩০ |
২৬ জানুয়ারি | দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৭ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স | ঢাকা | দুপুর ১টা ৩০ |
২৭ জানুয়ারি | দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্স | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৯ জানুয়ারি | রংপুর রাইডার্স বনাম চিটাগাং কিংস | ঢাকা | দুপুর ১টা ৩০ |
২৯ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটাল | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
৩০ জানুয়ারি | রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স | ঢাকা | দুপুর ১টা ৩০ |
৩০ জানুয়ারি | চিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
১ ফেব্রুয়ারি | ঢাকা ক্যাপিটাল বনাম খুলনা টাইগার্স | ঢাকা | দুপুর ১টা ৩০ |
১ ফেব্রিয়ারি | ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
নকআউট পর্ব
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
৩ ফেব্রিয়ারি | এলিমিনেটর | ঢাকা | দুপুর ১টা ৩০ |
৩ ফেব্রিয়ারি | কোয়ালিফায়ার-১ | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
৫ ফেব্রিয়ারি | কোয়ালিফায়ার-২ | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
৭ ফেব্রিয়ারি | ফাইনাল | ঢাকা | সন্ধ্যা ৭টা |
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/বিটি