রিয়াল মাদ্রিদে এসে শুরুতে নিজেকে ঠিক মেলে ধরতে পারছিলেন না কিলিয়ান এমবাপ্পে। তবে সময় যত গড়িয়েছে খোলস ছেড়ে বেরিয়েছেন তিনি। নিয়মিত গোল করছেন লস ব্লাঙ্কোসদের হয়ে। লাস পালমাসের বিপক্ষে ঠিক আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন এই ফরাসি তারকা। তবে এবার যেন ছাড়িয়ে যেতে চাইলেন নিজেকেই। আর তাই মাদ্রিদের জার্সিতে তুলে নিলেন নিজের প্রথম হ্যাটট্রিক।
গতকাল রাতে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যেখানে এমবাপ্পে গোল বন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে। আর সেই সুবাদে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে তার দল। আর এই ম্যাচে রোনালদোর কথা মনে করিয়ে দিলেন এমবাপ্পে। পর্তুগিজ তারকার পর রিয়ালের হয়ে অ্যাওয়ে ম্যাচে হ্যাটট্রিক করলেন এমবাপ্পেও। আর রোনালদোর মতো মাত্র ১৯ ম্যাচে লা লিগায় ১৫ গোল স্পর্শ করেছেন ফরাসি তারকা।
এমনকি এদিন হ্যাটট্রিক করে ‘আই অ্যাম হ্যায়ার’ সেলিব্রেশন দেন কিলিয়ান এমবাপ্পে। এতেই যেন রোনালদোকে স্মরণ করলেন তিনি। এর আগে রিয়ালের জার্সিতে আরও এক দশক আগে অ্যাওয়ে ম্যাচে রোনালদোও হ্যাটট্রিক করে দেখিয়েছিলেন একই উদযাপন। এবার নিজের প্রিয় ফুটবলারের মতো প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করে যেন সেই স্মৃতিই মনে করিয়ে দিলেন এমবাপ্পে। দলকে এনে দিলেন বড় জয়।
আরও পড়ুন:
» বিশ্বমঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচসহ আজকের খেলা (২৬ জানুয়ারি ২৫)
» বিপিএল ২০২৫ : একনজরে ঢাকার শেষ পর্বের ম্যাচসূচি
» বিপিএল ২০২৫ : একনজরে ঢাকার শেষ পর্বের ম্যাচসূচি
এদিকে লাল কার্ডের নিষেধাজ্ঞায় রিয়াল মাদ্রিদের হয়ে আজ মাঠেই নামতে পারেননি দলের অন্যতম তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার কোন প্রভাব মাঝে পড়তে দেননি আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। আর এতেই পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল মাদ্রিদ। বার্সেলোনার সঙ্গে নিজেদের ব্যবধান বাড়িয়েছে পাক্কা ১০ পয়েন্টের।
এদিন ম্যাচের ৩০ মিনিটেই দলকে লিড এনে দেন এমবাপ্পে। যেখানে সতীর্থদের সাথে ওয়ান টু ওয়ান পাসে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। তারপর দারুন ফিনিশিংয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি তারকা। এরপর দ্বিতীয় আর্ধের ৫৬তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত এক আড়াআড়ি শটে দলের ব্যবধান বাড়ান তিনি। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এফএএস