Connect with us
ফুটবল

মেসি-বেনজেমাসহ ৯ ফুটবলার সৌদি ক্লাবগুলোর রাডারে

ছবি- গুগল

চলতি বছরের শুরুতে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই আলোচনার শীর্ষ স্থানে দেশটির ক্লাব ফুটবল ও লিগের আসর।

সৌদি ফুটবলে এমন জোয়ার কাজে লাগাতে চায় দেশটি। তাইতো বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসিসহ বিশ্ব সেরা ফুটবলারদের আরবে আনতে আটঘাট বেধে নেমেছে দেশটি।

ইতোমধ্যে ফরাসি ক্লাব পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। এছাড়া রিয়াল মাদ্রিদ ছেড়েছেন করিম বেনজেমা। তাদের দুজনেই রয়েছেন সৌদি ক্লাবের রাডারে।

এদিকে এবার গ্রীষ্মকালীন দল বদলের মৌসুমটি কাজে লাগাতে চায় সৌদি। আর তাইতো লিওনেল মেসি, করিম বেনজেমাসহ সেরা সাত ফুটবলারের দিকে নজর সৌদি ক্লাবগুলোর।

সৌদি ক্লাবের রাডারে যে ৯ ফুটবলার:

লিওনেল মেসি:

আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসির চুক্তির মেয়াদ শেষে কিছু দিনের মধ্যেই ফরাসি জায়ান্ট পিএসজি ছাড়বেন, এটা এখন প্রতিষ্ঠিত সত্য।


এদিকে পিএসজিকে দুবার লিগ ওয়ান এনে দিয়েছেন মেসি। তবু চারদিকে অসন্তোষ মেসিকে পিএসজি ছাড়ায় ইচ্ছে জাগিয়েছে।

অপরদিকে বার্সায় মেসির প্রত্যাবর্তন নিয়েও আলোচনা তুঙ্গে রয়েছে। তবে সব জল্পনাকে পাশ কাটিয়ে মেসির জন্য গ্রহের সর্বোচ্চ বেতন নিয়ে অপেক্ষা করছে সৌদির ক্লাব আল হিলাল।

করিম বেনজেমা :

রিয়াল মাদ্রিদে ১৪ বছরের অধ্যায় ইতি টেনেছেন ফরাসি ফুটবলার করিম বেনজেমা। এসময়ে রিয়ালের হয়ে ৩৫৪ গোল, ৪টি লা লিগা ও ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিয়েছেন তিনি।

৩৫ বছর বয়সী এই ফুটবলারের সম্ভাব্য পরবর্তী গন্তব্য সৌদির ক্লাব আল-ইত্তিহাদ।

সার্জিও রামোস

 

মেসির সঙ্গে পিএসজি ছাড়ার ঘোষণা কিছুদিন আগে নিজেই দিয়েছেন এই স্পেনিশ ফুটবলার। রিয়াল ছেড়ে ২০২১ সালে ফরাসি ও ক্লাবটিতে পা দিয়েছিলেন তিনি। ৩৭ বছর বয়সী এ ফুটবলারও রয়েছেন সৌদি ক্লাবের রাডারে।

জর্দি আলবা:


বার্সেলোনার এই লেফট-ব্যাক ফুটবলার ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হলেও তা আর দীর্ঘ হচ্ছে না। তার দিকে দৃষ্টি রয়েছে আল-হিলালের।

এনগোলো কান্তে:




ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কান্তের সঙ্গে চেলসির সঙ্গে দীর্ঘ সাত বছরের পথচলা থামছে চলতি মৌসুমেই। ৩২ বছর বয়সী ওই ফুটবলারের দিকেও নজর রাখছে আরবের ধনী দেশটি।

অ্যালেক্সিস সানচেজ:

৩৪ বছরে জীবনে অনেক উত্থান পতন দেখা চিলির এ ফরোয়ার্ড তার বুটগুলো তুলে রাখার আগে আরবে লোভনীয় বেতনে যেতে চাইতে পারেন।

সার্জিও বুস্কেটস:


২০১০ বিশ্বকাপ জয়ী এ ফুটবলার বার্সায় কাটিয়েছেন তার পুরোটা সময়। এবার পরিবর্তনের পালে তিনিও হাওয়া দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্লাব যাওয়া নিয়ে আলোচনা হলেও সৌদি ক্লাব তার দিকে নজর দেওয়া তৈরি হয়েছে নতুন জল্পনা।

এমেরিক অ্যাবমেয়াং:


চেলসির এই স্ট্রাইকার চলতি মৌসুমটা একটু কঠিন কাটিয়েছেন। ৩৩ বছরের এ স্ট্রাইকারও আরব আলোচনায় সামিল আছেন।

ইয়াগো আসপাস


সেল্টা ভিগোর সেরা তারকা ও স্পেনিশ ফুটবলার ইয়াগো আসপাস। দুর্দান্ত ফর্মে থাকা এই ফুটবলারকে দলে ভেড়াতে চায় রোনালদোর ক্লাব আল নাসর।

আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিলের বিদায়

ক্রিফোস্পোর্টস/৫জুন২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল