Connect with us
ফুটবল

ফাইনাল রাউন্ডের আশায় ব্রাজিল, ৫ গোলের ম্যাচে হারল ইকুয়েডর

Brazil u20 team won in youth championship match
ইকুয়েডরকে হারল ব্রাজিল যুব দল। ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলায় চলমান রয়েছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। টুর্নামেন্টের শুরুতেই আর্জেন্টিনার কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল ব্রাজিল। অবশ্য দ্বিতীয় ম্যাচে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় তারা। তবে ফাইনাল রাউন্ডের আশা টিকিয়ে রাখতে তৃতীয় ম্যাচ ছিল বেশ গুরুত্বপূর্ণ।

আজ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। যেখানে বেশ প্রতিযোগিতামূলক ফুটবল উপহার দেয় উভয় দল। তবে গোলের বিচারে আগেই এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। সম্ভাবনা জাগলেও কোন বিপদ ঘটতে দেয়নি ব্রাজিল যুব দল। এতে ফাইনাল রাউন্ডের জন্য ভালোভাবেই টিকে রইল তারা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই সকল গোল করেছিল ব্রাজিল। অপরদিকে ইকুয়েডরের গোল আসে দ্বিতীয়ার্ধে। যদিও গোটা ম্যাচে বল পজিশনে এগিয়ে থাকে ইকুয়েডর। আর ম্যাচের ২৫তম মিনিটে ইয়াগো সিলভা নগুয়েরার গোলে এগিয়ে যায় ব্রাজিল। দুই মিনিট বাদেই গোল ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ওয়াশিংটন। আর প্রথমার্ধের যোগ করার সময় নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন ওয়াশিংটন।


আরও পড়ুন:

» রোনালদো ম্যাজিক চলছেই, প্রো লিগের শেষ ৮ ম্যাচে ৯ গোল

» ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (৩১ জানুয়ারি ২৫)


ম্যাচের ৭৬তম মিনিটে এসে গোলের দেখা পায় ইকুয়েডর। অ্যালেন ওবান্ডো করেন প্রথম গোল। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে উভয় দলের ব্যবধান কমিয়ে আনেন কেন্ড্রি পায়েজ। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। আর এই ম্যাচ যদি তারা হারতো, তবে পরবর্তী রাউন্ডের জন্য এগিয়ে যেত ইকুয়েডর। 

দশ জাতির এই টুর্নামেন্টে দুইটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। যেখানে ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও থাকছে ইকুয়েডর, কলম্বিয়া এবং বলিভিয়ার যুবদল। অপর গ্রুপে রয়েছে উরুগুয়ে, চিলি প্যারাগুয়ে, ভেনেজুয়েলা ও পেরু অনূর্ধ্ব-২০ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে উভয় গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে ফাইনাল রাউন্ডে।

‘বি’ গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া। শুরুতেই এক ম্যাচ হারা ব্রাজিলের জন্য এই ম্যাচ জয়, তাই বেশ গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত ইকুয়েডরকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। আর ৩ পয়েন্টে এর পরেই আছে ইকুয়েডর। আর তলানিতে থাকা বলিভিয়া খুলতে পারেনি পয়েন্টের খাতা।

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল