Connect with us
ক্রিকেট

বিপিএল খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন পাকিস্তানি

pakistan cricket team
পাকিস্তান দল। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিল পাকিস্তান। যেখানে নাম ছিল না খুশদিল শাহর। যেটা হয়তো তেমন অবাক করেনি কাউকে। কেননা ২০২২ সালের পর থেকে এই ক্রিকেটার সুযোগই পাননি পাকিস্তানের হয়ে ওয়ানডে ফরমেটে খেলার। এমনকি গেল বছর তো কোন ফরমেটেই খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। তবে এবার যেন বিপিএল দিয়েই খুলে গেল তার ভাগ্য।

প্রতিটি দলের মত এবার ১৫ সদস্যের দলে নামিয়ে আনা হলো পাকিস্তানের স্কোয়াড। যেখানে দেখা গেছে একাধিক চমক। যার মধ্যে অন্যতম ছিল দীর্ঘদিন পর জাতীয় দলে খুশদিল। খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অবশ্য এমনটা হবে বলেই ধারণা করা হচ্ছিল। কেননা বাংলাদেশের মাটিতে চলমান বিপিএলে যে পারফরম্যান্স দেখিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার, তাতে তাকে দলে না নেওয়াই যেন হতো বড় অন্যায়।

প্লে অফের আগেই পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন খুশদিল। তবে যতদিন ছিলেন, রংপুর রাইডার্সের হয়ে কেবল উড়ছিলেন। ব্যাট ও বল উভয় হাতেই কেবল আগুন ঝরাচ্ছিলেন এই পাকিস্তানি ক্রিকেটার। আর পাকিস্তানের নির্বাচকরা ভালোভাবেই নজর রেখেছিলাম বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের দিকে। যেখানে তাদের চোখ এড়িয়ে খুশদিল শাহর অনবদ্য পারফরম্যান্স।

Khusdil Shah in Rangpur Riders; BPL

রংপুর রাইডার্সের হয়ে খুশদিল শাহ।

রংপুর রাইডার্সের হয়ে চলমান বিপিএলে খেলা ৮ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। যেখানে এই পাকিস্তানি ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে প্রায় ৫৯ গড়ে ২৯৮ রান। যা করেছেন প্রায় ১৭৫ এর ওপর স্ট্রাইকরেটে। ৯ ইনিংসে বল করেছেন। যেখানে তিনি শিকার করেন প্রতিপক্ষের ১৭ উইকেট। ইকোনোমি রেট ছিল ৬। এমন অলরাউন্ড পারফরম্যান্স ফেলে দিতে পারেনি পিসিবি।


আরও পড়ুন:

» বিপিএলে লিগ পর্বের শেষ দিনের ম্যাচসহ আজকের খেলা (১ ফেব্রুয়ারি ২৫)

» চমক দিয়ে সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা পাকিস্তানের


এতে করে বোঝা যাচ্ছে যতই বিতর্ক উঠুক না কেন বিপিএলের পারফরমেন্স গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে দলগুলো। নতুবা যে ক্রিকেটার দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে, কেবল এক টুর্নামেন্টের পারফরমেন্স দিয়েই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্টের দলে নিয়ে নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিতে নিজ দেশে ফিরে গেছেন তিনি।

এদিকে নিজের ভালো পারফর্মের পাশাপাশি জাতীয় দলে ইনজুরি সঙ্কটের কারণেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেতে সুবিধা হয়েছে খুশদিল শাহর। কেননা চোটের কারণে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে দলে রাখা হয়নি সাইম আইয়ুবকে। আব্দুল্লাহ শফিক ও শান মাসুদও নেই সংক্ষিপ্ত স্কোয়াডে। তবে খুশদিলের মতো দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফখর জামানও।

চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান(অধিনায়ক), সালমান আলী আগা, ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, কামরান গুলাম, উসমান খান, ফাহিম আশরাফ, খুশদিল শাহ,   আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট