বিপিএলের আড়ালে কিছুটা আলোচনা কম হচ্ছে বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে। তবে যারা এর খোঁজখবর রাখছেন, তারা ঠিকই জানেন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ কতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ নারী দলের জন্য। অবশ্য সেখানে কাঙ্খিত সাফল্য না পেলেও প্রথমবারের মতো উইন্ডিজদের হারিয়ে ইতিহাস গড়েছিল জ্যোতিরা।
টি-টোয়েন্টিতেও ছিল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুযোগ। তবে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে যেন কোন প্রকার পাত্তাই পেল না বাংলাদেশ নারী দল। প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল টাইগ্রেসরা। এবার সফরের শেষ ম্যাচেও হেরে বসল তারা। আর এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে নতুন ইতিহাস লেখার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশের নারী দল।
আজ ভোরে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রান সংগ্রহ করতে পারে নিগার সুলতানার দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি ক্যারিবিয়ানদের। ৯ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে অনুষ্ঠিত প্রথমবারের মতো এই টি-টোয়েন্টি সিরিজে একদম লড়াই জমাতে পারল না বাংলাদেশ।
আরও পড়ুন:
» শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার, জমকালো আয়োজনে পেলেন অভ্যর্থনা
» বিপিএল খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন পাকিস্তানি
পর্যাপ্ত রান করতে না পারার কারণে ম্যাচ হাতছাড়া হয়েছে বলে জানান টাইগ্রেস কাপ্তান জ্যোতি, ‘এই ধরণের উইকেটে, আপনি ছোট টোটাল ডিফেন্ড করতে পারবেন না। তবে আমাদের বোলাররা এই ম্যাচেও লড়াই করে ভালো প্রতিদ্বন্দ্বিতা দেয়ার চেষ্টা করেছে। আমাদের ব্যাটিং ঠিক ছিল না এবং আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। এটা টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য উপযুক্ত নয়।’
এদিকে আজ ওয়েস্ট ইন্ডিজের মাত্র দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডেনড্রা ডটিন। পাশাপাশি পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। ম্যাচ শেষে সম্প্রচারকারী মাধ্যমকে তিনি বলেন, ‘হ্যা অবশ্যই এটি দারুন একটি সাফল্য। আর আমি আগেও বলেছি দলের হয়ে রান করতে পারলে ভালো লাগে।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে অন্তত দুটি ম্যাচ জিততে পারলেই ভারতে অনুষ্ঠিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতো টাইগ্রেসরা। তবে শেষ পর্যন্ত তেমনটি না হওয়ায় বাছাইপর্ব উতড়ে বিশ্বকাপ খেলতে হবে নিগার সুলতানাদের।
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি/এফএএস