Connect with us
ক্রিকেট

ম্যাচ ফিক্সিং ইস্যুতে নাম, মুখ খুললেন বিজয়

Anamul Bijay
ম্যাচ ফিক্সিং ইস্যুতে নাম, মুখ খুললেন এনামুল হক বিজয়

ক্রিকেটের থেকেও অক্রিকেটীয় ঘটনা বেশি দেখা যাচ্ছে বিপিএলের চলমান একাদশ আসরে। এর সাথে যোগ হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ। অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন ১০ ক্রিকেটার। ওই তালিকায় রয়েছেন এনামুল হক বিজয়ের নামও। যা নিয়ে মুখ খুলেছেন তিনি।

ফিক্সিং ইস্যুর কারণে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা আসার খবর এসেছে আজ সকালে। এই ইস্যুতে বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার বলেন, আসলে কি বলবো, আমি দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু আর কি।

গণমাধ্যমে ফিক্সিং ইস্যুতেও ছিল বিজয়ের নাম। এ নিয়ে বিজয় বলেন, বিসিবি তো এগুলো দেখছে, তারাই আমাদের গার্ডিয়ান। এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে। বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।


আরও পড়ুন:

» ক্রিকেটার বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা

» ইসলাম গ্রহণ করে যা বললেন দেব চৌধুরী


খবরে বলা হয়েছে, ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়নি এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। তবে বিশেষ সন্দেহের তালিকায় থাকায় তাকে সাময়িকভাবে দেশত্যাগ করতে না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা দেশের একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ব্যবস্থাটি আপৎকালীন সময়ের জন্য বলেও জানান তিনি। উল্লেখ করেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না।

তবে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফিক্সিং ইস্যুতে বলেছেন, তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট