Connect with us
ক্রিকেট

রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা

Khulna Tigers into the Play-offs
ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। ছবি- সংগৃহীত

রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের পর চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের টিকিট কেটেছে মেহেদি হাসান মিরাজের দল। খুলনার সমান ১২ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিয়েছে দুর্বার রাজশাহী।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। জবাবে খেলতে নেমে ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই মুস্তাফিজের শিকার হয়ে ফিরে যান ওপেনার নাঈম শেখ। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার আজ রানের খাতা খুলতে ব্যর্থ হন। এরপর তিনে নামা আফিফ হোসেনও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। মুস্তাফিজের দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন:

» ইসলাম গ্রহণ করে যা বললেন দেব চৌধুরী

» ম্যাচ ফিক্সিং ইস্যুতে নাম, মুখ খুললেন বিজয়

শুরুতে দুই উইকেট হারানোর পর অ্যালেক্স রোসের সঙ্গে জুটি গড়ে বিপত্তি সামাল দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তৃতীয় উইকেট জুটিতে ৪৩ বলে ৬৮ রান যোগ করেন তারা। রোস ২২ রান করে ফিরে যাওয়ার পর উইলিয়াম বোসিস্তোকে নিয়ে আরো ৩৮ রান যোগ করেন মিরাজ। শেষদিকে বোসিস্তো (১৮) ফিরে গেলে মোহাম্মদ নাওয়াজের ছক্কায় জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মিরাজ ৫৫ বলে ৭৪ রানের এক অপরাজিত ইনিংস খেলেন। ঢাকার হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।

এর আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিমের ৫৮, সাব্বির রহমানের ২০ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ভর করে ১২৩ রানের পুঁজি পায় ঢাকা। খুলনার হয়ে ২টি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্তো।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ১২৩/৯ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১২৮/৪ (১৬.৫ ওভার)
ফলাফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট