চলতি বিপিএলের শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। দলের এই গুরুত্বপূর্ণ জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন হাসান মাহমুদ। চার ওভারের দুর্দান্ত স্পেলে এক রেকর্ডও গড়েছেন এই পেসার।
এদিন ঢাকার বিপক্ষে ৪ ওভারে মাত্র ৫ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন হাসান। পুরো স্পেলে মাত্র ১.২৫ ইকোনমি রেটে রান দিয়েছেন তিনি। এবারের বিপিএলে পুরো স্পেল করেছেন এমন বোলারদের মাঝে এটাই সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং।
শুধু এবারের বিপিএল নয়, বিপিএলের ইতিহাসে পুরো স্পেল করেছেন এমন বোলারদের মাঝেও এটাই সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং। তবে এই তালিকায় হাসান মাহমুদ ছাড়াও রয়েছেন আরো দুই ক্রিকেটার। তারা হলেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি এবং বাংলাদেশের স্পিনার নাহিদুল ইসলাম। দুজনেই মাত্র ৫ রান দিয়ে ৪ ওভারের স্পেলে শেষ করেছিলেন।
আরও পড়ুন:
» রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা
» বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই, যা বলছে বিসিবি
বিপিএলের ২০১৫ আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন আফ্রিদি। এরপর ২০২২ আসরে এই পাকিস্তানি কিংবদন্তির রেকর্ডে ভাগ বসান নাহিদুল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভার ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার।
অবশ্য বিপিএলের চলতি আসরে এক ইনিংসে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের রেকর্ডটি হাসান মাহমুদের দখলে থাকলেও পুরো আসরে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন নাঈম ইসলাম। যদিও চিটাগং কিংসের এই অলরাউন্ডার খুব বেশি বোলিং করেননি। পুরো আসরে ৩ ইনিংসে ৫ ওভার বোলিং করে ২.৮০ ইকোনোমিতে ১৪ রান দিয়েছেন। একইসঙ্গে তুলে নিয়েছেন ৩টি উইকেট।
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৫/বিটি