Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে, বাড়ল টিকিটের দাম

Bangladesh vs Pakistan
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কদিন আগেই প্রতিটি ভেন্যুর টিকিটের মূল্য প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর অনলাইনে কিছু ম্যাচের ৩০ শতাংশ টিকিট ছাড়া হয়েছিল, যা ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

এর মধ্যে ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটও। যা অনলাইনে ছাড়ার ঘণ্টাখানেকের মাঝেই বিক্রি হয়ে গেছে। বাকি ৭০ শতাংশ টিকিট ছাড়া হবে খুব শিগগিরই। তবে দর্শকদের বাড়তি চাহিদা দেখে বাকি টিকিটগুলোর দাম বাড়িয়েছে পিসিবি।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ বলছে, বাকি টিকিটগুলোর দাম ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাকি টিকিটগুলো ছাড়া হবে এবং টিকিটগুলো সরাসরি বিভিন্ন টিকিট সেন্টার থেকে কিনতে পারবেন দর্শকেরা।

আরও পড়ুন:

» বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই, যা বলছে বিসিবি

» আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন হাসান মাহমুদ

এর আগে তিনটি ম্যাচের টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। যার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের পাশাপাশি পাকিস্তান ও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যেকার ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল। তবে অনলাইনে সবগুলো ম্যাচের টিকিট ৩০ শতাংশ বিক্রি হয়ে গেছে।

এদিকে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে ভারতের ম্যাচগুলোর টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। ভারতের সঙ্গে একই গ্রুপে থাকাও বাংলাদেশও একটি ম্যাচ খেলবে দুবাইয়ে।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট