Connect with us
ক্রিকেট

ঢাকা ফ্রাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাব্বির

Sabbir expressed gratitude to Dhaka franchise
সাব্বির রহমান। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে শেষ হয়েছে ঢাকা ক্যাপিটালসের যাত্রা। আসরের গ্রুপ পর্বে ১২ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খানের দলটি। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন সাব্বির রহমান। অনেকদিন ধরেই জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত ছিলেন এই ব্যাটার। এমনকি গত বিপিএলেও ছিলেন অবিক্রীত। তবে ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন সাব্বির। তাকে এমন সুযোগ করে দেওয়ায় ঢাকা ক্যাপিটালসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ শনিবার (১ফেব্রুয়ারি) সাব্বির তার অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘এই বছরের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ঢাকা ক্যাপিটালসের অংশ হতে পারাটা সম্মানের, এবং আমি দলের জন্য আমার সেরাটা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন:

» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে, বাড়ল টিকিটের দাম

» আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন হাসান মাহমুদ

এবারের বিপিএলে সুযোগ পেয়েই যেন অনেকটা পুরোনো ছন্দে ফিরতে শুরু করেছেন সাব্বির রহমান। প্রত্যাবর্তনের এই আসরে ব্যাট হাতে ৯ ইনিংসে ৩১.৫০ গড় ও ১৬০.১৭ স্ট্রাইক রেটে ১৮৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। যেখানে একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে। চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই তারকা।

বিপিএল চলাকালীন ভক্তদের ভালোবাসায় সিক্ত হন সাব্বির। তাই ভক্তদের এমন সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলেননি এই ব্যাটার। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাকে সমর্থন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।’

গত কয়েকবছর ধরে ঘরোয়া ক্রিকেটেও পর্যাপ্ত সুযোগ পাননি সাব্বির। তবে এবারের বিপিএলের পারফরম্যান্স ওপর ভিত্তি করে আগামীতে ঘরোয়া ক্রিকেটেও সুযোগ করে নিতে পারবেন তিনি। আর সেখানে ভালো করতে পারলে পুনরায় জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হবে।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট