নানা ইস্যুতে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে এবারের বিপিএল। শুরুতেই খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে একের পর এক বিতর্কের জন্ম দেয় দুর্বার রাজশাহী। তবে সব ছাপিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচ ফিক্সিং ইস্যু।
চলতি বিপিএলের বেশ কয়েকটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে বেশ কয়েকজন ক্রিকেটারকে নজরদারিতেও রাখা হয়েছে। যা নিয়ে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (অ্যাকু) তদন্ত শুরু করেছে। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিপিএলে লিগ পর্বের শেষদিনের খেলার দেখতে মিরপুরে আসেন আসিফ মাহমুদ। এ সময় ফিক্সিং ইস্যুতে তিনি বলেন, ‘এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) থেকে একটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার অনুসন্ধান করার জন্য বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে।’
এই ঘটনার যথাযথ তদন্ত করতে বিসিবিকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করব। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো খুব দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।’
আরও পড়ুন:
»ঢাকা ফ্রাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাব্বির
» বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই, যা বলছে বিসিবি
এছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতেও কথা বলেছেন আসিফ মাহমুদ। রাজশাহীর মালিক খুব দ্রুত বকেয়া পরিশোধ করবেন বলে জানিয়েছেন তিনি, ‘পারিশ্রমিক ইস্যুতে আমরা আজকে রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে, দ্রুত খেলোয়াড়দের বকেয়া অর্থ পরিশোধ করবেন।’
তবে পারিশ্রমিক পরিশোধ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ‘যদি বকেয়া পরিশোধ না করেন তাহলে কথা বলার মত অবস্থা থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি পরিস্কারভাবে বলেছি যে আপনারা এটা যদি এটা পরিশোধ করতে ব্যর্থ হন আমরা আইনি প্রক্রিয়ায় যাবো।’
এদিকে ইতোমধ্যে বিপিএলের লিগ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে। ৭ দলের ৪২টি ম্যাচ শেষে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এর মধ্যে কোয়ালিফায়ার খেলবে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা বরিশাল ও চিটাগং। আর তিন ও চারে থাকা রংপুর ও খুলনার মধ্যে একটি দল এলিমিনেটর পর্বে উতরে কোয়ালিফায়ার খেলতে পারবে।
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৫/বিটি