Connect with us
ফুটবল

আর্জেন্টিনার সুবাদে হেরেও ফাইনাল রাউন্ডে ব্রাজিল

Argentina and Brazil u20 team different match

ভেনেজুয়েলায় চলমান রয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে গ্রুপ পর্বের শেষ খেলায় গতকাল রাতে মাঠে নামে আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দল। তবে সেখানে জয়ের দেখা পায়নি ব্রাজিল যুবদল। আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও তা হাতছাড়া করেছে আর্জেন্টিনা।

যদিও একপর্যায়ে শঙ্কা জেগে ছিল ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার। তবে আর্জেন্টিনার সুবাদে এ যাত্রায় পার পেয়ে গেছে জুনিয়র সেলেসাওরা। কেননা শেষ ম্যাচে যদি ইকুয়েডরের কাছে গোল শূন্য ড্র না করে পরাজিত হতো আর্জেন্টিনা, তবে বিদায় নিশ্চিত হয়ে যেত ব্রাজিলের।

গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে ব্রাজিল যুব দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়। এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১-০ ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল। গ্রুপ পর্বের চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে বেশ অনিশ্চয়তায় ছিল ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

কেননা এক ধাপ পিছিয়ে থাকা ইকুয়েডর ৩ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছিল ব্রাজিলের ঘাড়ে। গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি কোনরকম জয় নিশ্চিত করতে পারলেই টপকে যেতো ব্রাজিলকে। আর আর্জেন্টিনার বিপক্ষে সেই সম্ভাবনাও জাগিয়েছিল তারা। গোটা ম্যাচে আর্জেন্টাইনদের কোন গোল করতে দেয়নি ইকুয়েডর। তবে পূর্ণ তিন পয়েন্টের জন্য কাঙ্খিত গোলটি নিজেরাও করতে পারেনি শেষ পর্যন্ত।


আরও পড়ুন:

» আর এক ম্যাচ হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে রংপুর

» বিপিএলে অনিয়ম নিয়ে কড়া বার্তা বিসিবি সভাপতির


আর এতে গ্রুপের তৃতীয় অবস্থান ধরে রেখে ফাইনাল রাউন্ডে উঠে গেছে ব্রাজিল। চলমান দশ জাতির এই দক্ষিণ আমেরিকান বয়সভিত্তিক টুর্নামেন্টে দুইটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। গ্রুপ পর্বে প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলেছে চারটি করে ম্যাচ। উভয় গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল উঠেছে ফাইনাল রাউন্ডে।

এর আগে তিন ম্যাচ থেকেই ৭ পয়েন্ট বাগিয়ে নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। শেষ ম্যাচে জিততে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এগোতো তারা। তবে ইকুয়েডরের সঙ্গে ড্র করে ৮ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে থেকেই গ্রুপ পর্বের খেলা শেষ করতে হয় তাদের। আর ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া।

আগামী মঙ্গলবার থেকে শুরু হবে ফাইনাল রাউন্ডের খেলা। আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া ছাড়াও এই রাউন্ডে বাকি তিন দল উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। ফাইনাল রাউন্ডে প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে পাঁচটি করে ম্যাচ। লিগের ম্যাচ শেষে এখান থেকে শীর্ষ দল বনে যাবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন।

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল