সবাইকে অবাক করে গেল শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের– নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। বিসিবিতে বিভিন্ন পর্যায়ে সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন হান্নান। তার এমন আকস্মিক পদত্যাগ জন্ম দিয়েছিল নানা প্রশ্নের।
গতকাল রোববার সংবাদ সম্মেলনে এসে বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। বয়সভিত্তিক দলের সঙ্গে ভালো কাজ করায় ২০২৪ জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হন হান্নান সরকার। তিনি মূলত আর্থিক অনিশ্চয়তার কারণ দেখিয়ে এই দায়িত্ব ছেড়ে কোচিংয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলেন।
এদিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এসময় তার ক্যারিয়ারের ‘স্মরণীয়’ ঘটনা কোনটি তা জানতে চাওয়া হয়। এমন প্রসঙ্গে তিনি নিজের ‘অপূর্ণতার’ কথা বলেন। যেখানে হান্নান টেনে আনেন সাকিব আল হাসানের ইস্যু। তিনি উল্লেখ করেন সাকিবকে দেশের মাটিতে অবসর নেয়ার সুযোগ দিতে না পারা তার ক্যারিয়ারের সবথেকে বড় অপূর্ণতা।
তার ভাষ্যমতে, ‘আসলে সাকিবের অবসরটা যদি দেশ থেকে হতো, তবে এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেত। কারণ সেই (সাকিবের বিদায়ী টেস্ট সিরিজের) ঘোষণাটা আমার মুখ থেকেই এসেছিল, যে সে দলে ছিল। তারপর সাকিবের দেশে আসতে না পারা, সে সুযোগটা মেলেনি আরকি। আমি ঘোষণা করলাম সাকিব দলে আছে, এসে রিটায়ার্ড করতে পারেনি। সেটা একটা অপূর্ণতা থেকে যায় সিলেকশনের জায়গা থেকে।’
আরও পড়ুন:
» শেফিল্ডের হয়ে মাঠে নেমেই ম্যাচসেরা হলেন হামজা
» বিপিএলে প্লে অফের ম্যাচসহ আজকের খেলা (৩ ফেব্রুয়ারি ২৫)
পদত্যাগ ইস্যু নিয়ে আলোচনা বেশ আগে থেকেই চলছিল বলে জানান তিনি, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’
নির্বাচকের পদটি বেশ সম্মানজনক হলেও আর্থিক ভাবে নিশ্চয়তা দিতে পারে না বলেও জানান হান্নান। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগের কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এর চেয়ে কোচিং ক্যারিয়ার বেছে নিতে চান জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। মোহাম্মদ সালাহউদ্দিনের পথ অনুসরণ করে এগিয়ে যেতে চান তিনি।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি/এফএএস