এবারের বিপিএলে উড়ন্ত শুরু পেয়েছিল রংপুর রাইডার্স। যেন গ্লোবাল সুপার লিগ জয়ের আত্মবিশ্বাস তাদের করে তুলেছিল আরও অপ্রতিরোধ্য। টানা ৮ ম্যাচ জেতা এই দল টুর্নামেন্টে সবার আগে নিশ্চিত করে প্লে অফ পর্বের খেলা। তবে এরপরেই যেন পথ হারায় দলটি। টানা ৪ ম্যাচে পরাজিত হয়ে নেমে এসেছে তৃতীয় অবস্থানে; তাই খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।
এদিকে টুর্নামেন্ট জুড়ে রংপুর রাইডার্সের হয়ে অন্যতম সেরা পারফরমেন্স করেছেন খুশদিল শাহ। এই পাকিস্তানি তারকা দেশে ফেরার পর মিডল অর্ডারে কিছুটা ভুগতে হচ্ছে রংপুরকে। তাই এবার সেই জায়গা পূরণের জন্য দলে নতুন অন্তর্ভুক্তি করছে ফ্র্যাঞ্চাইজিটি। প্লে অফ শুরুর আগ মুহূর্তে নিজেদের দলের শক্তিমত্তা বাড়াল রংপুর।
ইংলিশ ক্রিকেটার অনেরিন ডোনাল্ডকে দলের সঙ্গে যুক্ত করছে তারা। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এই ২৮ বছর বয়সী খেলোয়াড় বেশ পরিচিত নাম। জাতীয় দলে এখন পর্যন্ত অভিষেক না হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে পরীক্ষিত পারফর্মার তিনি। মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে পারা ডোনাল্ডকে দিয়ে খুশদিলের অভাব পূরণ করতে চাইবে রংপুর রাইডার্স।
আরও পড়ুন:
» আর এক ম্যাচ হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে রংপুর
» ‘সাকিবকে অবসরের সুযোগ দিতে না পারা নিজেদের অপূর্ণতা’
গতকাল মধ্যরাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে ইংলিশ ক্লাব ডার্বিশায়ার। যেখানে তার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘ডোনাল্ডের জন্য শুভকামনা। যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের নকআউট স্টেজে রংপুর রাইডার্সের হয়ে যোগ দিতে যাচ্ছেন।’ যদিও ডার্বিশায়ার এই বিষয়ে পোস্ট করলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিপিএলের দল রংপুর।
Good luck to Nye Donald who is joining Rangpur Riders for the knockout stages of the Bangladesh Premier League!#WeAreDerbyshire pic.twitter.com/4CcqowSq6b
— Derbyshire CCC (@DerbyshireCCC) February 2, 2025
ডোনাল্ড এখন পর্যন্ত খেলেছেন ৭৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ৭৩ ইনিংসে ব্যাট করে তার নামের পাশে রয়েছে ১ হাজার ৩৪০ রান। এছাড়াও আছে ৮ ফিফটি। ব্যাট করেছেন ১৪৪.৭০ স্ট্রাইকরেটে। তাকে দলে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাইবে রংপুর।
এদিকে বিপিএলে আজ প্লে অফ পর্বে এলিমিনেটর ম্যাচ খেলতে মাঠে নামবে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে পরাজিত হলেই আনুষ্ঠানিকভাবে চলমান বিপিএল থেকে বিদায় নিশ্চিত হবে তাদের। অপরদিকে রংপুরকে পেছনে ফেলে প্রথম দুই অবস্থানে থাকা বরিশাল ও চিটাগং খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। সেখান জয়ী দল আজই চলে যাবে টুর্নামেন্টের ফাইনালে।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি/এফএএস