Connect with us
ফুটবল

রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে লা লিগা জমিয়ে তুলল বার্সেলোনা

Barcelona win match in La Liga
লেভান্ডফস্কির গোলে বার্সেলোনার জয়। ছবি- সংগৃহীত

একদিন আগেই লা লিগার পয়েন্ট টেবিলে তলানির দিকে থাকা এস্পানিয়লের বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার যেন সেই ভুলের সর্বোচ্চ সুযোগ নিল বার্সেলোনা। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনলো তারা। এতে দারুনভাবে জমে উঠেছে স্প্যানিশ লা লিগার এই আসর।

গতকাল রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠে এদিন প্রতিপক্ষকে ১-০ গোলে পরাজিত করে কাতালানরা। যদিও এদিন ম্যাচ জিততে বেশ ঘাম ঝড়াতে হয়েছে তাদের। লেভান্ডফস্কির একমাত্র গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সা। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই জয় বেশ গুরুত্বপূর্ণ ছিল দলটির জন্য।

এদিন ম্যাচের শুরু থেকে গোল ব্যবধান ও আক্রমণের দিক থেকে এগিয়েছিল বার্সেলোনা। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল না পেলে উৎকণ্ঠা বাড়তে থাকে বার্সেলোনা শিবিরে। তবে ম্যাচের ৬১তম মিনিটে লেভান্ডফস্কির গোলে স্বস্তির নিশ্বাস ছাড়ে কাতালানরা।


আরও পড়ুন:

» প্লে অফের আগ মুহূর্তে দলের শক্তিমত্তা বাড়াল রংপুর

» ‘সাকিবকে অবসরের সুযোগ দিতে না পারা নিজেদের অপূর্ণতা’

ডি বক্সের মধ্যে লম্বা পাস পেয়ে তা গোল পোস্টের সামনে থাকা লেভান্ডফস্কির কাছে বাড়ান তার এক সতীর্থ। গোল মুখের সামনে বল পেয়ে কোন প্রকার ভুল করেননি এই তারকা ফুটবলার। নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান বল। আর এতেই জয় উল্লাসে মতে বার্সেলোনা। এরপর ম্যাচে আর কোন দল গোলের দেখা না পেলে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেদের পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা। এখন পর্যন্ত খেলা ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রতে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৪ জয় ও ৩ ড্র তে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে আছে বার্সেলোনা। আর ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগায় এর আগে খেলা চার ম্যাচে টানা জয় তুলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। সবাইকে ছাপিয়ে রীতিমতো উড়ছিল গেলবারের চ্যাম্পিয়নরা। নিজেদের রেকর্ড ৩৭তম শিরোপার জন্য এগিয়ে যাচ্ছে তারা। তবে পয়েন্ট ব্যবধান কমিয়ে টুর্নামেন্টকে জমিয়ে তুলেছে বার্সেলোনা। উভয় দলের কাছে এখনো বাকি ১৬টি করে ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল