টুর্নামেন্টে এত ভালো শুরু করে শেষে আশাহত হতে চায় না রংপুর রাইডার্স। আর তাই প্লে অফ শুরুর আগে বড় ধামাকা প্রস্তুত করছে তারা। দলের শক্তিমত্তা বাড়াতে ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেলসহ চার তারকা ক্রিকেটার দলে যুক্ত করছে গেল বারের রানার্সআপরা। দলের সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশিত হয়েছে দেশের একাধিক গণমাধ্যমে।
আন্দ্রে রাসেল ছাড়াও রংপুরে যোগ দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস ভিন্স। এছাড়া ইংলিশ ক্রিকেটে অনভিষিক্ত কাউন্টি লিগ মাতানো অনেরিন ডোনাল্ডকেও দলে নিচ্ছে রংপুর। ডোনাল্ডের রংপুরে যুক্ত হওয়ার খবর অবশ্য এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছে তার ইংলিশ ক্লাব ডার্বিশায়ার।
জানা গেছে আজ সোমবার বাংলাদেশে আসছে দলের সঙ্গে যুক্ত নতুন ক্রিকেটাররা। প্লে অফে এলিমিনেটর ম্যাচ খেলতে আজ দুপুরে মাঠে নামবে রংপুর রাইডার্স। সেই ম্যাচে দেখা যেতে পারে একাধিক নতুন ক্রিকেটার। রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিডের দলে যোগ দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে রংপুর। আর আগে থেকেই শোনা যাচ্ছিল প্লে অফের আগে বড় চমক দিতে পারে রংপুর।
আরও পড়ুন:
» আর এক ম্যাচ হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে রংপুর
» রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে লা লিগা জমিয়ে তুলল বার্সেলোনা
এদিকে দারুন ভাবে এবারের বিপিএল শুরু করেছিল রাইডার্সরা। কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগ জয়ের পর যেন আত্মবিশ্বাসে টইটম্বুর করছিল ফ্র্যাঞ্চাইজিটি। টানা ৮ ম্যাচ জিতে নিয়ে সবার আগে তারাই নিশ্চিত করেছিল টুর্নামেন্টের প্লেয়ার। তবে এর পরেই যেন পথ হারিয়েছে গেল বারের রানার্সআপ এই দল। পরাজিত হয়েছে টানা ৪ ম্যাচে।
আর এতেই বেঁধেছে বিপত্তি। লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই অবস্থানে থাকতে পারেনি রংপুর। নেমে এসেছে তৃতীয় স্থানে। ফলে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ হাতছাড়া করেছে তারা। খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। যেখানে পরাজিত হলেই এবারের বিপিএল থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে গ্লোবাল সুপার লিগ জয়ী এই দল।
তাই রংপুর রাইডার্সের জন্য প্লে অফ হবে নকআউট পর্ব। এলিমিনেটরে জিততে পারলে তবেই তারা সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। যেখানে তারা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। আর প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে তার আগে আজ দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে রংপুর।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি/এফএএস