দীর্ঘ এক মাসেরও বেশি সময় বাংলাদেশের ক্রিকেটে ছিল বিপিএল ব্যস্ততা। এখনও বাকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাছাইয়ের ফাইনাল প্রতিযোগিতা। আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চলমান এই আসরের ফাইনাল। তবে বিপিএল শেষ হলেও বিশ্রাম নেয়ার ফুরসত নেই জাতীয় দলের ক্রিকেটারদের।
কেননা ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হওয়ার পরের দিনই শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প। যেখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের ক্রিকেটারসহ পাইপলাইনে থাকা একাধিক তরণ মুখ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এরই মধ্যে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। মাঠে বসেই বিপিএলে দেখছেন শিষ্যদের খেলা। আর হয়তো নিজের মাথায় সাজিয়ে নিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা। বিসিবি ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন জাতীয় দলের দুই কোচিং স্টাফ ইতোমধ্যে রয়েছেন ঢাকাতে। আরেকজন ফিরবেন খুব শীঘ্রই।
আরও পড়ুন:
» জাতীয় দলে কবে যোগ দেবেন হামজা, জানাল বাফুফে
» ৩ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ
এদিকে বিসিবির এমন সিদ্ধান্তে কিছুটা চাপেই থাকবেন জাতীয় দলের অসংখ্য ক্রিকেটার। কেননা এখন পর্যন্ত বিপিএলের ফাইনাল নিশ্চিত করা দল কেবল ফরচুন বরিশালেই আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ৫ ক্রিকেটার। যেখানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়াও রয়েছেন মুশফিক, মাহমুদউল্লাহ, তাওহিদ, রিশাদ হোসেন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের অপেক্ষায় থাকা আরেক দল চিটাগং কিংস ও খুলনা টাইগার্সেও আছেন একাধিক চ্যাম্পিয়ন্স ট্রফির খেলোয়াড়।
৭ ফেব্রুয়ারি রাতে বিপিএলের ফাইনাল খেলে পরবর্তী দিন আদৌ জাতীয় দলের সেই ক্রিকেটাররা প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের বাইরে থাকা কিছু তরুণ ক্রিকেটারদেরও ক্যাম্পে ডেকেছেন হেড কোচ। দেখে নিতে চান মুশফিক-মাহমুদউল্লাহদের উত্তরসূরীদের।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরবর্তী দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের মিশন। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ খেলার উদ্দেশ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্ত-মুশফিকরা। ভারত ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি/এফএএস