Connect with us
ক্রিকেট

খুলনার কাছে হারের কারণ হিসেবে যা বলছে রংপুর

What Rangpur says about the reason for their loss to Khulna
রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে টানা ৮ জয় নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। তবে লিগ পর্বের সবশেষ চার ম্যাচে আর জয়ের দেখা পায়নি তারা। যে কারণে রংপুরকে পেছনে ফেলে কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেয় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। কিন্তু এলিমিনেটর খেলতে নেমেও ফলাফল বদলাতে পারেনি নুরুল হাসান সোহানের দল। টানা ৫ হারে প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে বিদায় নিয়েছে রংপুর।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে রংপুর। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৮৫ তুলে গুটিয়ে যায় রংপুর। জবাবে খেলতে নেমে ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় রানের খাতা খোলার আগেই সৌম্য সরকারকে হারায় রংপুর। রানআউটের শিকার হয়ে ফিরে যান এই ওপেনার। এরপরই ঘটে অঘটন। স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারায় তারা। সেখান থেকে টেনেটুনে শেষ পর্যন্ত ৮৫ রান তুলতে সক্ষম হয়।

আরও পড়ুন:

» টানা আট ম্যাচ জেতা রংপুরকে বিদায় করলো খুলনা

» পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ, টাকা দেয়ার সময় জানাল রাজশাহী

এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুরের এমন ছন্নছাড়া ব্যাটিং হয়ত আশা করেননি কেউ। খুলনার কাছে এমন একপাক্ষিক হারের কারণ হিসেবে শুরুর ব্যাটিং বিপর্যয়কে দায়ী করছে রংপুর।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুরে অধিনায়ক নুরুল হাসান সোহানের পরিবর্তে কথা বলেন সাইফ হাসান। এ সময় ম্যাচ হারের কারণ হিসেবে এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘আসলে এটা খুবই হতাশাজনক। আমরা যা চেয়েছিলাম সেটা করেছি, আমরা শুরুতে ব্যাট করেছি। আমরা পাওয়ারপ্লেতে ভালো করতে পারিনি। আমার মনে হয় পাওয়ারপ্লেতে ব্যাটিং বিপর্যয়ের কারণেই আমরা হেরেছি।’

বিপিএলের প্লে-অফকে সামনে রেখে বেশ কয়েকজন বিদেশি তারকা দলে নিয়েছিল রংপুর। তবে তারা কেউই ব্যাট হাতে রাঙাতে পারেননি। ওপেনিংয়ে নামা জেমস ভিন্স ৭ বলে ১ রান করে আউট হয়েছেন। আর টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের ব্যাট থেকে যথাক্রমে ৭ ও ৪ রান এসেছে।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট