চলতি বিপিএলে প্লে-অফের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী হলো মিরপুরের উইকেট। খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স। তবে খুলনা ৯ উইকেট হাতে রেখে সহজেই ম্যাচটি জিতে নেয়।
এদিন খুলনার হয়ে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করেন নাসুম আহমেদ। চার ওভারে এক মেডেনসহ ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই স্পিনার। তার উইকেটের তালিকাতে ছিলেন দুই বিদেশি তারকা জেমস ভিন্স ও টিম ডেভিড। দুজনের কেউই আজ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ভিন্স ৭ বলে ১ এবং ডেভিড ৯ বলে ৭ রান করে ফিরেছেন।
মিরপুরের উইকেটে বরাবরই ভালো খেলে থাকেন নাসুম। এই উইকেটে বল করতে উপভোগ করেন তিনি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের বিপক্ষে বল করে বেশ মজা পান এই স্পিনার। আজকের এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুরের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতেই।
আরও পড়ুন:
» বিপিএল খেলতে আসছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার!
» খুলনার কাছে হারের কারণ হিসেবে যা বলছে রংপুর
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসুম বলেন, ‘আমার বল করছিলাম ভালোই লাগছিল। বিশেষ করে এই উইকেটে বিদেশিদের বিপক্ষে বল করতে আমার ভালোই লাগে (হাসি)। তবে ৩ জন বিদেশি যে খেলবে সেটা জানা ছিল না। শুনছিলাম আসবে। তাদের নিয়ে আলাদা কোনো প্ল্যানও করা হয়নি। এই উইকেটে বিদেশিদের বল করতে ভালোই লাগে।’
এদিন নাসুম ছাড়াও দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই স্পিনার। দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতে নাঈম শেখের ৪৮ এবং অ্যালেক্স রসের ২৯ রানে ভর করে ৫৮ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৫/বিটি