Connect with us
ক্রিকেট

রাসেল-ডেভিডদের ১২ রানের পেছনে রংপুরের খরচ কত?

Andre Russel-Tim David
৩ বিদেশির ১২ রানের পেছনে রংপুরের খরচ কোটি টাকা। ছবি- সংগৃহীত

বিপিএলের প্লে-অফের জন্য চার বিদেশি তারকাকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। সদ্য দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি খেলা জেমস ভিন্স, টিম ডেভিড, আন্দ্রে রাসেল এবং ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের তরুণ ক্রিকেটার অনেরিন ডোনাল্ডকে দলে নিয়েছিল তারা। তবে প্লে-অফে খুলনা টাইগার্সের বিপক্ষে একাদশে সুযোগ পান জেমস ভিন্স, টিম ডেভিড ও আন্দ্রে রাসেল। তবে এই ৩ ক্রিকেটারই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।

এদিন খুলনার কাছে কোনো পাত্তাই পায়নি রংপুর। মিরাজ-নাসুমদের বোলিং তোপে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় খুলনা।

বিপিএলের এলিমিনেটরের জন্য গতকাল দুবাই থেকে উড়িয়ে আনা তিন বিদেশি তারকাকে নিয়েও শেষ রক্ষা হয়নি রংপুরের। ব্যাট হাতে কেবল ১২ রান করেছেন তারা। জেমস ভিন্স ৭ বলে ১, টিম ডেভিড ৯ বলে ৭ এবং আন্দ্রে রাসেল ৯ বলে ৪ করেছেন। আর অনেরিন ডোনাল্ড কোনো ম্যাচ না খেলেই বিদায় নিয়েছেন।

আরও পড়ুন:

» মিরপুরের উইকেটে বিদেশিদের বল করে মজা পান নাসুম

» বিপিএল খেলতে আসছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার!

সবমিলিয়ে নতুন করে দলে নেওয়া এই বিদেশিদের পেছনে রংপুরের খরচ এক লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। আর তাদের রানপ্রতি রংপুরের ১০ লাখ টাকারও বেশি করে খরচ হয়েছে।

রংপুরের চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন আগে থেকেই দলে থাকা আকিফ জাভেদ। এই পাকিস্তানি অলরাউন্ডার ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ করেছেন। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৩২ রানের পাশাপাশি বল হাতে একমাত্র উইকেটটি তিনিই শিকার করেন।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট