Connect with us
ক্রিকেট

তামিমের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বরিশাল

Barishal into Final of 2025 BPL
চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল। ছবি- সংগৃহীত

তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মিরপুরে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

এদিন রানতাড়ায় নেমে ভালো শুরু পায় বরিশাল। উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। তামিম ২৬ বলে ২৯ রান করে ফিরে গেলে ডেভিড মালানকে নিয়ে এগিয়ে যান হৃদয়। দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।

হৃদয় ৫৬ বলে ৮২ এবং মালান ২২ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। চিটাগংয়ের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন খালেদ আহমেদ।

আরও পড়ুন:

» রাসেল-ডেভিডদের ১২ রানের পেছনে রংপুরের খরচ কত?

» মিরপুরের উইকেটে বিদেশিদের বল করে মজা পান নাসুম

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানেই ৪ উইকেট হারায় চিটাগং। এরপর শামীম পাটোয়ারির ৭৯ এবং পারভেজ হোসেন ইমনের ৩৬ রানে ভর করে ১৪৯ রানের পুঁজি পায় চিটাগং। বরিশালের হয়ে চার ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আলী। এছাড়া কাইল মায়ার্স ২টি এবং রিশাদ হোসেন ও এবাদত হোসেন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং কিংস: ১৪৯/৯ (২০ ওভার)
ফরচুন বরিশাল: ১৫০/১ (১৭.২ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৯ উইকেটে জয়ী

এর আগে বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুরকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার মুখোমুখি হবে চিটাগং।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট