গত বছরের ডিসেম্বরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চলতি বছর নতুন করে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন ক্রিকেটাররা। নতুন এই চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
প্রায় ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব। দেশের একটি শীর্ষ পর্যায়ের গণমাধ্যমের দাবি, ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকায় সাকিবের নাম রাখেননি নির্বাচকরা।
অবশ্য কেন্দ্রীয় চুক্তি থেকে সাকিবের বাদ পড়ার বিষয়টি অনেকটা অস্বাভাবিক বলা যায়। ইতোমধ্যে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। তবে ওয়ানডেতে খেলা চালিয়ে যাওয়ার কথা থাকলেও গত সেপ্টেম্বরের পর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলে জায়গা হয়নি এই তারকার। চলতি বছর জাতীয় দলে ফেরাও অনিশ্চিত। আর এসব বিষয় মাথায় রেখেই সাকিবকে স্বাভাবিকভাবেই চুক্তিতে রাখতে চাইবেন না নির্বাচকরা।
আরও পড়ুন:
» জন্মদিনের আগেই হাজারতম গোলের আরও কাছে রোনালদো
» বরিশালকে ফাইনালে তুলে তামিম বললেন ‘মনুরা কেমন আছো?’
এদিকে নতুন বছরে ৩ ফরম্যাটের চুক্তিতে থাকবেন ৫ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং জাকের আলী অনিক। টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। আর ওয়ানডে ও টি টোয়েন্টিতে চুক্তিবদ্ধ হবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রাহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। এছাড়া শুধু টি-টোয়েন্টি থাকছেন শেখ মেহেdi এবং নতুন করে যুক্ত হচ্ছেন রিশাদ হোসেন
ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে চুক্তি থেকেও বাদ পড়া নিয়ে গুঞ্জন ছিল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি খেলা চালিয়ে যাবেন কিনা সেটা অনিশ্চিত। তবে খেলা চালিয়ে গেলেই চুক্তিবদ্ধ থাকবেন তিনি, অন্যথায় বাদ পড়বেন।
সাকিব ছাড়াও বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। তবে কেন্দ্রীয় চুক্তিতে একটা বিশেষ ক্যাটাগরি রাখতে চান নির্বাচকরা। যারা জাতীয় দলে বিভিন্ন সময়ে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। যেখানে নাসুম আহমেদ, নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারিদের নাম রাখা হতে পারে।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/বিটি