আগামী মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর।
এই ম্যাচকে সামনে রেখে চলতি মাসের শেষদিকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। ঢাকা ও সৌদি আরবে দুটি পর্বে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। তবে এই কন্ডিশনিং ক্যাম্পের কোনো পর্বেই থাকছেন না হামজা।
সম্প্রতি লেস্টার সিটি থেকে লোনে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন হামজা। আর এ সময় ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি। ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাবের কোনো ম্যাচ নেই তার। আর এই সময়টাতেই বাংলাদেশে পাড়ি জমাবেন হামজা।
আরও পড়ুন:
» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হচ্ছে না সাকিবের, থাকছেন কারা?
» সান্তোসে প্র্যাকটিস করা নেইমার শৈশবের ক্লাবে খেলবেন কবে?
বাফুফে বলছে, ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামী ১৯ মার্চ ঢাকায় আসবেন হামজা। এরপর জাতীয় দলে যোগ দেবেন এই তারকা। এ বিষয়ে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা আশা করছি ভারত যাত্রার আগেই জাতীয় দলে যোগ দেবে হামজা। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন।’
আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্পের প্রথম পর্ব, যা চলবে ৪ মার্চ পর্যন্ত । এরপর ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে ক্যাম্পের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
কন্ডিশনিং ক্যাম্প শেষে ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ২১ মার্চ ভারতের উদ্দেশে রওনা দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/বিটি