Connect with us
ফুটবল

৩ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ

Big bad news in the Real Madrid camp before 3 important matches
চোটের কারণে ছিটকে গেছেন রুডিগার ও আলাবা। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের দুঃসময় যেন কাটছেই না। মৌসুমের শুরুতে থেকেই একের পর এক চোটে জর্জরিত রিয়াল শিবির। চোটের কারণে ইতোমধ্যেই পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন রাইটব্যাক দানি কারভাহাল ও রক্ষণভাগের কাণ্ডারি এডার মিলিটাও। তবে এবার নতুন করে চোট হানা দিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে।

চোট কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর গত জানুয়ারিতে মাঠে ফেরেন ডেভিড আলাবা। তবে এবার নতুন করে চোটে পড়েছেন এই অস্ট্রিয়ান ডিফেন্ডার। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

বিবৃতিতে লস ব্লাঙ্কোসরা জানায়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগের পরীক্ষায় ডেভিড আলাবার বাম পায়ে অ্যাডাক্টরে চোট ধরা পড়েছে। চোটের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে এই মুহূর্তে।’

আরও পড়ুন:

» ‘আমরা বাড়ি বিক্রি করে খেলা চালাই আর অন্যরা ফিক্সিং করে’

» রোনালদোর চোখে ইতিহাসের সেরা ফুটবলার যিনি

আলাবা ঠিক কবে নাগাদ চোট কাটিয়ে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ফেব্রুয়ারির শেষদিকে চোট কাটিয়ে ফিরতে পারেন আলাবা। এদিকে গত দুদিন আগেই লা লিগায় এস্পানিয়লের বিপক্ষে চোটে পড়ে অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন দলটির রক্ষণভাগের স্তম্ভ অ্যান্টনিও রুডিগার।

আগামী এক সপ্তাহে ৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেস, লা লিগায় মাদ্রিদ ডার্বি এবং চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। এই ৩ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রুডিগার-আলাবাদের পাচ্ছেন না আনচেলত্তি। তাই রক্ষণভাগ নিয়ে চিন্তার ভাজ ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের কপালে।

মিলিটাওয়ের অনুপস্থিতিতে অনেকদিন ধরেই সেন্টারব্যাকে খেলছেন ফরাসি মিডফিল্ডার চুয়োমিনি। তবে রুডিগারের অনুপস্থিতিতে চুয়োমিনির সঙ্গে দেখা যেতে পারে স্পেনের তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওকে। চলতি মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন এই ২১ বছর বয়সী তরুণ।

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল