আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (বুধবার) ১৫ জন ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে এই তালিকায় নেই কোনো ভারতীয় আম্পায়ার।
৮ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন ১২ জন। আর বাকি তিনজন ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন। এই ১২ জনের মধ্যে ৬ জন সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন। রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, রিচার্ড ইলিংওয়ার্থ, কুমার ধর্মসেনা, পল রাইফেল ও রড টাকারের মতো অভিজ্ঞ আম্পায়াররা সবশেষ আসরে দায়িত্ব পালন করেছিলেন।
নতুন করে যুক্ত হওয়া বাকি ৬ আম্পায়ার হলেন— মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অ্যালেক্স হোয়ার্ফ, এহসান রাজা ও জোয়েল উইলসন। এই ৬ আম্পায়ারও বেশ বেশ অভিজ্ঞতাসম্পন্ন। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তাঁরা সবাই আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে ডাক, বিপিএল শেষে বিশ্রাম নেই ক্রিকেটারদের
» শিরোপা জয়ের মিশনে ব্রাজিল-আর্জেন্টিনার শুভ সূচনা
এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ডেভিড বুন এবং তাঁর সঙ্গে রয়েছেন অ্যান্ডি পাইক্রফট ও রঞ্জন মাদুগালে।
সম্প্রতি আম্পায়ার হিসেবে ক্রিকেট দুনিয়ায় বেশ সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা। গত ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারের দায়িত্ব পালন করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। এছাড়া বেশ কয়েকটি সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবেও বেশ দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করেন ৪৮ বছর বয়সী এ আম্পায়ার।
গত বছর নারী ও পুরুষ উভয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপেই দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। তারই ধারাবাহিকতায় এবার আরেকটি আইসিসি ইভেন্টে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই বাংলাদেশি।
একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিসিয়ালদের তালিকা—
আম্পায়ার: রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, রিচার্ড ইলিংওয়ার্থ, কুমার ধর্মসেনা, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অ্যালেক্স হোয়ার্ফ, এহসান রাজা ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট ও রঞ্জন মাদুগালে।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৫/বিটি