Connect with us
ক্রিকেট

বিপিএলের ফাইনাল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর শান্তর

Najmul Hossain Shanto_FRB
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছে ফরচুন বরিশাল। তারকাসমৃদ্ধ এই দলটির হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বরিশালের হয়ে ফাইনাল খেলায় নজর নেই শান্তর। তার নজর এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আর দুই সপ্তাহ পরেই মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী শুক্রবার বিপিএলের ফাইনাল শেষে শনিবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে টাইগারদের। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বাদ পড়া ক্রিকেটারদের অনেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে বরিশাল বিপিএলের ফাইনাল খেলার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন শান্ত। মূলত ফাইনাল থেকে নাজমুল হোসেনের দৃষ্টি এখন চ্যাম্পিয়নস ট্রফিতে। এর পেছনের কারণটাও অনেকের জানা।

কাগজে-কলমে শান্তর জন্য বিপিএলের এক ম্যাচ বাকি থাকলেও অলিখিতভাবে বিপিএল শেষ হয়ে গেছে তার। বাজে ফর্মের কারণে অনেক আগেই দলে জায়গা হারিয়েছেন তিনি। সবশেষ ১৬ জানুয়ারি বরিশালের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর বরিশালের সর্বশেষ সাত ম্যাচে মূল একাদশে জায়গা হয়নি তার। ফাইনালেও বরিশালের একাদশে তার জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন:

» যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই কোনো ভারতীয় আম্পায়ার

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে বাংলাদেশি আম্পায়ার, নেই ভারতের কেউ

এদিকে একাদশে জায়গা হবে না ভেবেই হয়ত বরিশালের অনুশীলনেও যোগ দেননি শান্ত। আজ দুপুর সাড়ে ১২টায় মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছে ফরচুন বরিশাল। তবে শান্ত সকাল সাড়ে ১০টা থেকেই শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন। সেখানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট