![Yasha Sagar](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Yasha-Sagar.jpg.webp)
চলতি বিপিএলে পারিশ্রমিক বিতর্কের শেষ কোথায়! ফ্রাঞ্চাইজিগুলোর একের পর এক বিতর্কে জর্জরিত এবারের আসর। শুরুতে দুর্বার রাজশাহী এবং পরবর্তীতে বিতর্কের জন্ম দেয় চিটাগং কিংস। এই ইস্যুতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে চিটাগং। এবার দলটির উপস্থাপিকা ইয়াশা সাগরকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে।
বিপিএলের শুরুতে ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগরকে এনে চমকে দিয়েছিল চিটাগং কিংস। তবে লিগ পর্বের ম্যাচগুলোতে তাকে দেখা গেলেও প্লে’অফের শুরু থেকে দলটির সঙ্গে দেখা যায়নি তাকে।
পরবর্তীতে জানা গেছে পারিশ্রমিক ইস্যুতে চিটাগংয়ের সঙ্গে বনিবনা হয়নি ইয়াশার। আর এ কারণেই ভারতে চলে গেছেন এই উপস্থাপিকা। এমনকি চুক্তির প্রায় অর্ধেক টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইয়াশা সাগরের এজেন্ট জ্যোতি ব্লান্ডেল।
![Yasha Sagar_CK](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Yasha-Sagar_CK-300x169.jpg.webp)
প্লে-অফের ম্যাচগুলোতে দলটির সঙ্গে দেখা যায়নি ইয়াশাকে। ছবি- চিটাগং কিংস
আরও পড়ুন:
» বিপিএলের ফাইনাল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর শান্তর
» যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই কোনো ভারতীয় আম্পায়ার
এছাড়া ফ্রাঞ্চাইজিটি চুক্তির বাইরে ইয়াশাকে দিয়ে বিজ্ঞাপনে মডেলিং করানোর প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে তাতে রাজি হননি এই উপস্থাপিকা।
পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দিয়ে কয়েকদিন আগেই আলোচনায় এসেছিল চিটাগং কিংস। ইমনকে ইচ্ছে করে পারিশ্রমিক না দেয়া এবং তার বিষয়ে অযাচিত মন্তব্য করেন ফ্রাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরি। তিনি বলেন, ইমন তাকে সন্তুষ্ট করতে না পারায় এখনও পারিশ্রমিক দেওয়া হয়নি। এছাড়া দুই বিদেশি ক্রিকেটারও ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছিলেন
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)