Connect with us
ক্রিকেট

ইয়েশার বিপিএল ছাড়ার প্রসঙ্গে জানা গেল চমকপ্রদ খবর

Yesha Sagar in BPL as Chittagong Kings host
চিটাগং কিংসের হোস্ট ইয়েশা। ছবি- ইয়েশা সাগর

এবারের বিপিএলে বেশ চমক জাগিয়েই কানাডিয়ান মডেল ইয়েশা সাগরকে হোস্ট হিসেবে দলের সঙ্গে যুক্ত করেছিল চিটাগং কিংস। টুর্নামেন্ট জুড়ে দলটির হয়ে বেশ ভালোভাবেই আলো কেড়েছিলেন তিনি। লাস্যময়ী এই নারী হোস্টকে নিয়ে উন্মাদনার কমতি ছিল না ভক্তদের মাঝে। তবে ফ্র্যাঞ্চাইজিটি থেকে আশানুরূপ বিদায় হয়নি তার।

চলমান এই বিপিএল নিয়ে উঠছে একের পর এক বিতর্ক। যেখানে অন্যতম ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। এবার ইয়েশার বিদায়ের পরও শোনা যাচ্ছে সেই পারিশ্রমিক ইস্যুর কথাই। টাকা না পাওয়ায় ফাইনালের আগে দল ছেড়েছেন দলীয় এই হোস্ট। তবে বিষয়টি পরিস্কার করেছে চিটাগং কিংস। যেখানে স্পষ্ট করা হয়, পারিশ্রমিক কারণ নয়; বরং ভিন্ন কারণ।

আচমকা ইয়েশার চলে যাওয়া প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। যেখানে ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার উল্লেখ করেন, ইয়েশার ম্যানেজারের অতিরিক্ত টাকা দাবি করার বিষয়। আর এমন ঘটনায় ইয়েশাকে লিগ্যাল নোটিস দেয়া হলে, টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই চলে যান তিনি।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা অজি তারকার অবসর ঘোষণা

» ম্যাচ হেরে যে বিদেশি ক্রিকেটারকে দায় দিলেন মিরাজ


মূলত সামির চৌধুরী বলতে চেয়েছেন চুক্তি অনুযায়ী দলের স্পন্সরদের সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়া হয় দলটির হোস্টকে। তবে তাতে রাজি হননি ইয়েশা। বরং সেই কাজের জন্য আলাদা টাকা দাবি করে তার এজেন্ট। এছাড়া পারিশ্রমিকের বিষয়ে তিনি জানান, চুক্তি অনুযায়ী টুর্নামেন্টের শেষ সপ্তাহে টাকা দেয়ার কথা ছিল ইয়েশাকে। তাই পারিশ্রমিক না দেয়া চলে যাওয়ার কারণ হতে পারে না।

চিটাগং কিংসের মালিকের ভাষ্যমতে, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না। আর তাঁকে কাজ দিলে সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে।’

চুক্তি থাকা সত্ত্বেও টুর্নামেন্ট শেষ না করেই কেন চলে গেলেন সে, তা জানা নেই সামির চৌধুরীর নিজেরও, ‘আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে সে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’

এদিকে ইয়েশা সাগর চলে যাওয়ার পর বিভিন্ন মাধ্যমে শোনা গিয়েছিল পারিশ্রমিক না পেয়ে বিপিএল ছেড়েছেন তিনি। তবে বিষয়টি একেবারে সঠিক নয় বলে জানিয়েছে চিটাগং কিংস। দলটি এরই মধ্যে উঠে এসেছে চলমান বিপিএলের ফাইনালে। আগামীকাল বরিশালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে চিটাগং।

ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট